বেঙ্গালুরু: টেক সিটি বেঙ্গালুরুর রাস্তাঘাটের হাল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শিল্পমহল। শিল্পপতি তথা ইনফোসিসের প্রাক্তন সিইও মোহনদাস পাই ও শিল্পপতি কিরণ মজুমদার শ অবিলম্বে শহরের রাস্তাঘাটের হাল ফেরাতে কর্ণাটক সরকারের কাছে আর্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডলে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে ট্যাগ করে তিনি লিখেছেন, শহরের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন সংস্থা। দয়া করে ব্যবস্থা নিন। বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শাহ লিখেছেন, খুবই গুরুতর বিষয়। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। রাস্তাঘাটের বেহাল দশা ও যানজটের কারণে বেঙ্গালুরুর লজিস্টিক টেক সংস্থা ব্ল্যাকবাক শহরের বাইরে অফিস সরানোর কথা জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তারা বলেছে, শহরের রাস্তাঘাটের হাল খুবই খারাপ। যানজট ও ছোট-বড় গর্তে ভর্তি রাস্তা। কর্মীদের একবার যাতায়াত করতেই দেড় ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এরপরই নিয়ে সরকারের কাছে ক্ষোভ উগরে দিয়েছে শিল্পমহল।