নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎসবের মরশুম সবে শুরু হয়েছে। এখন থেকেই ভারতবাসীকে স্বদেশি পণ্য ক্রয়ের শপথ নিতে হবে। স্বদেশি পণ্য অথবা স্বদেশে উৎপাদিত পণ্য ছাড়া দেশবাসী যেন কিছুই ক্রয় না করে। এই আত্মনির্ভরতার বোধ আনতে হবে। জন্মদিনে মধ্যপ্রদেশে ধার জেলাসদরে একঝাঁক সরকারি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বার্তা দিয়েছেন। তাঁর নির্দেশিকা, প্রত্যেকে নিজেদের দোকানের সামনে লিখে রাখুন, গর্ব সে কহো ইয়ে স্বদেশি হ্যায়। অর্থাৎ এই দোকানে যে স্বদেশি পণ্যই বিক্রি হয়, সেটা গৌরবের সঙ্গে ঘোষণা করা হোক। মোদির এই বার্তা থেকে স্পষ্ট যে, দোকানে স্বদেশি পণ্য রাখতেই হবে। যদিও মোদির এই বার্তা থেকে এটা স্পষ্ট নয় যে, বিদেশি সংস্থার আউটলেটেও এই একই স্লোগান বোর্ড লাগিয়ে লিখতে বলা হচ্ছে কি না। তিনি বলেছেন, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি চালু হচ্ছে। আমাদের সেই জিএসটি হ্রাসের সুবিধা নিয়ে বেশি করে ভারতীয় পণ্য ক্রয় করতে হবে। মোদি বলেছেন, মহাত্মা গান্ধী স্বদেশি আন্দোলন শুরু করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য। আর আমাদের এবার দ্বিতীয় স্বদেশি আন্দোলন করতে হবে ২০৪৭ সালে বিকশিত ভারত অর্জন করার লক্ষ্যে।
প্রশ্ন উঠছে, মোদি স্বদেশি নিয়ে সরব হয়েছেন এবং দাবি করছেন যে, ভারতে উৎপাদিত পণ্য ছাড়া যেন কোনও পণ্যই ক্রয় করা না হয়। সেখানে মোদি সরকারের বাণিজ্য মন্ত্রক ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে মরিয়া। এমনকী আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে। এই প্রতিটি বাণিজ্য চুক্তিরই লক্ষ্য হল, দুই দেশের মধ্যে এমন চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে পণ্য আমদানি ও রপ্তানি উভয়পক্ষই অবাধে করতে পারে। ব্রিটেনের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে,সেখানেও প্রধান শর্ত হল ব্রিটেন থেকে পণ্য আসবে ভারতে। ভারতও পাঠাবে পণ্য। কোনও শুল্ক প্রতিবন্ধকতা আরোপ করা যাবে না। আবার দেশের মধ্যে মোদি এমনভাবে প্রচার করছেন যেন স্বদেশি অর্থাৎ ভারতীয় অথবা ভারতে উৎপাদিত পণ্য ছাড়া আম জনতা কোনও পণ্যই না ক্রয় করে। বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য করতে উদ্যত প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, এমন পণ্য ক্রয় করুক ১৪০ কোটি দেশবাসী, যার মধ্যে ভারতীয়দের পরিশ্রমের ঘাম মিশে আছে।