মুম্বই: চারদিন আগেই গুলি চলেছিল গাজিয়াবাদে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে। সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গুলিচালনার দায় স্বীকার করে গোল্ডি ব্রার গ্যাং। তারা দাবি করে, সনাতন ধর্মের অবমাননা করেছেন দিশা এবং তাঁর বোন খুশবু। সে কারণেই তাঁর বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরেই বুধবার গাজিয়াবাদে ওই হামলায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ এসটিএফ এবং দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। মৃতদের নাম রবীন্দ্র ওরফে কুল্লু এবং অরুণ।