• আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোট, লড়াইয়ে কং-গেরুয়া
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন। ভোটের ফলাফল ঘোষণা হবে কাল, শুক্রবার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই বছর বিদ্যার্থী পরিষদ এবং কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইয়ের মধ্যে সমানে সমানে টক্করই হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ে কোনওদিনই তেমন দাগ কাটতে পারেনি বামেরা। এবারও তারা  অনেকটা পিছিয়ে রয়েছে। যদিও জোট করে লড়ছে এসএফআই এবং আইসা। ভোট গ্রহণের মাত্র ২৪ ঘণ্টা আগে বুধবার এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এদিন তারা স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, ভোটের ফল প্রকাশের পর দেশের রাজধানী শহরের কোথাও বিজয় মিছিল করা যাবে না। এই ব্যাপারে দিল্লি পুলিস, স্থানীয় প্রশাসন, দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রত্যেককেই যথাযথ পদক্ষেপ নিতে হবে। যদি কোথাও বিজয় মিছিল বের হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা 

    দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন কার্যত ‘প্রেস্টিজ ফাইট’ হয়ে দাঁড়িয়েছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কাছে। গতবার এই ছাত্র সংসদ নির্বাচনে দু’টি পদ জিতেছিল তারা। এনএসইউআই দখল করেছিল দু’টি। এবার চারটি পদেই জয়ের ব্যাপারে আশাবাদী এবিভিপি।
  • Link to this news (বর্তমান)