• মোদির জন্মদিন: সেবা পক্ষে স্কুলগুলিকে তথ্যচিত্র দেখাতে নির্দেশ, প্রচার দূরদর্শনেও
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তাই জনগণের করের টাকায় বুধবার থেকে শুরু হল মোদির জন্মদিনের সেলিব্রেশন। কিছু ক্ষেত্রে সেই সেলিব্রেশনে বাধ্য করা হচ্ছে বলেই অভিযোগ। যেমন, স্কুলে স্কুলে মোদির জীবন নির্ভর চলচ্চিত্র ‘চলো জিতে হ্যায়’ প্রদর্শন। ছবিটি তৈরি হয়েছিল ২০১৮ সালে। ৩২ মিনিটের এই ডকুফিচার ২০১৯ সালে পেয়েছে জাতীয় পুরস্কারও। সেই ছবিই এবার পড়ুয়াদের দেখানোর নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক। 

    সিবিএসই অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় এবং জওহর নবোদয় বিদ্যালয়ে মন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সরকার পালন করছে ‘সেবা পক্ষ’। এই পক্ষকালে ছবিটি স্কুলে দেখান। পড়ুয়ারা অনুপ্রেরণা পাবে। যদিও কিছু স্কুল তা দেখাতে অস্বীকার করেছে। কারণ, অনেক স্কুলেই এখন মিড টার্ম পরীক্ষা চলছে। আবার কিছু স্কুল দেখানোর ব্যবস্থাও করেছে। 

    দূরদর্শনেও মোদির প্রচার শুরু হচ্ছে। বুধবার থেকে মোদিকে নিয়ে ছ’টি সিরিজ শুরু হয়েছে। এদিন যার উদ্বোধন করলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)র প্রিন্সিপাল ডিজি ধীরেন্দ্র ওঝা। দূরদর্শনকে আগামী ১৫ দিন মোদিময় করার লক্ষ্যে সিরিয়ালে ‘চাণক্য’ খ্যাত অভিনেতা চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনা এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানওয়াতের পরিবেশনায় দেখানা হবে ‘স্ব সে সমগ্র তক।’ গুজরাতের ভাদনগর থেকে লালকেল্লায় পা রাখা মোদির সফর-সাফল্যর তথ্যচিত্র। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি কীভাবে দেশকে বদলে দিয়েছেন, তা নিয়েও আরও পাঁচটি সিরিজ বানানো হয়েছে। সরকারি ন্যাশনাল মিডিয়া সেন্টার (এনএমসি) সাজানো হয়েছে মোদির ছবি দিয়ে। 

    অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যেসব উপহার পেয়েছেন, তা সরকার চড়াদামে নিলাম করছে। গত কয়েক বছর এটি শুরু হয়েছে। সেই মতো এবারও ন্যাশনাল গ্যালারি অব মর্ডান আর্টে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর চলবে মোদির পাওয়া ১৩০০ উপহারের নিলাম। যেখানে রয়েছে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল আঁকা গেরুয়া উত্তরীয়। দাম ৮০০ টাকা। দেবী ভবানীর একটি মূর্তি। কিনতে হলে ন্যূনতম দাম দিতে হবে ১০ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা। রামমন্দিরের মডেল সাড়ে পাঁচ লক্ষ। প্যারা ওলিম্পিক্সে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত অজিত সিং, সিমরন শর্মা এবং নিশাদ কুমার তাঁদের জু঩তোজোড়া উপহার দিয়েছিলেন মোদিকে। সেগুলিও নিলামে বিক্রি হচ্ছে একজোড়া সাড়ে সাত লক্ষ টাকা দামে। নিলামে বিক্রির অর্থ নমামি গঙ্গে প্রকল্পের কাজে খরচ করা হবে ব঩লেই জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 
  • Link to this news (বর্তমান)