নয়াদিল্লি: বিয়ার ক্রয় ও পানের অনুমোদিত বয়সসীমা হ্রাসের কথা ভাবছে দিল্লির বিজেপি সরকার। এতদিন বিয়ার কেনার অনুমোদিত বয়স ছিল ন্যূনতম ২৫ বছর। তা কমিয়ে ২১ বছর করার বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। সরকারের অন্দরের সূত্রে এখবর জানা গিয়েছে। আধিকারিকরা এই বিষয়ে একটি বৈঠক করেছেন। এতদিন বয়সসীমার কড়াকড়ির কারণে পাশের নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদের মতো শহরগুলি অনেক তরুণেরই গন্তব্য হয়ে উঠেছিল। ফলে দিল্লির আবগারি দফতরের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে বারগুলিও। বাড়ছে বেআইনি মদ বিক্রিও। আইনি কড়াকড়ি কমলে সমস্যার কিছুটা সুরাহা হবে বলেই মনে করছেন হোটেল ব্যবসায়ীরা।