নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ মোদির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ‘বোমা’ ফাটাবেন রাহুল গান্ধী। এআইসিসি সূত্রে এমনটাই জানা গিয়েছে। নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ভোট চুরি হয়েছে বলেই অভিযোগ চড়াবেন লোকসভার বিরোধী দলনেতা। বারাণসীর পাশাপাশি হরিয়ানার কয়েকটি কেন্দ্রেও ভোট চুরির তথ্য সামনে আনতে চলেছেন রাহুল। দলের একাংশ চেয়েছিল, মোদির জন্মদিনের দিনই (১৭ সেপ্টেম্বর) বোমা ফাটান রাহুল। কিন্তু তিনি রাজি হননি। সকালে যাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে, সেই তাঁকেই আক্রমণ সৌজন্য বজায় রাখে না। তাই একদিন পিছিয়ে আজ বিশেষ সাংবাদিক সম্মেলন করতে চলেছেন রাহুল গান্ধী।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বারাণসীতে ব্যাপক ভোটের ব্যবধানে জিতেছিলেন নরেন্দ্র মোদি। কংগ্রেসের অজয় রাইকে হারিয়েছিলেন ৫ লক্ষ ২২ হাজার ১১৬ ভোটে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ২০২৪ সালে সেই ব্যবধান কমে যায়। দু’বার প্রধানমন্ত্রী থাকার পরেও সেই একই অজয় রাইকে হারাতে পেরেছেন মাত্র ১ লক্ষ ৫২ হাজার ৫১৩ ভোটে। ২০১৯ সালে অজয় রাই পেয়েছিলেন পেয়েছিলেন মাত্র দেড় লক্ষের কিছু বেশি ভোট। কিন্তু পাঁচ বছর সেই তিনিই মোদিকে চাপে ফেলেন। পান ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের সমর্থন। তাই চব্বিশে বারাণসীতে মোদির জয়ের পিছনে কি কোনও ভুয়ো ভোটার কাজ করেছে? তা নিয়েই নির্বাচন কমিশনের নথি, ভোটার তালিকা ঘেঁটে ভোট চুরির অভিযোগের তথ্য তৈরি করেছে কংগ্রেস।