তেজস্বীকে নিশানা করলেন ওয়েইসি
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
পাটনা: বিহারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। শাসক এনডিএ-র টক্কর বিরোধী মহাজোটের বিরুদ্ধে। ইতিমধ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার শুরু করেছেন বিরোধী জোটের নেতানেত্রীরা। আরজেডির তেজস্বী যাদব থেকে শুরু করে কংগ্রেসের রাহুল গান্ধী ময়দানে নেমেছেন। এদিকে, আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম বারেবারেই বিহারে বিরোধী জোটে শামিল হওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু তাতে সাড়া দেয়নি জোটের শরিকরা। তা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন ওয়েইসি। বুধবার তিনি বলেন, জোটে যোগ দিতে তিনবার আরজেডির নেতৃত্বকে চিঠি পাঠানো হয়েছে। জবাব মেলেনি। আমরা মাত্র ৬টি আসন চেয়েছিলাম।
Link to this news (বর্তমান)