• এসআইআর বিরোধিতায় এককাট্টা বাম
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের বিরোধিতায় সমস্ত বামদল এবার একছাতার নীচে। বুধবার মৌলালি যুবকেন্দ্রে সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য কমিটির ডাকে একটি গণকনভেনশন অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত ছিলেন সমস্ত বামদলের নেতৃত্ব। 

    লিবারেশনের সাধারণ সম্পাদক দীপংকর ভট্টাচার্য বলেন, ‘বিহার থেকে বাংলাকে শিক্ষা নিতে হবে। এখানে বিজেপি এলে পরিযায়ী শ্রমিকরা আরও জাঁতাকলে পড়বে।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘সরকার মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে। নোটবন্দি, আধার লিঙ্কসহ নানা জিনিস চলছেই। এসব করতে গিয়ে রুটি-রুজির কথা দূরে চলে যাচ্ছে।’ 

    বুথভিত্তিক টিম তৈরি করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বামদলগুলিকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃত্ব। এছাড়া সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপির মনোজ ভট্টাচার্য ও এসইউসির চণ্ডীদাস ভট্টাচার্য বক্তব্য রাখেন। ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। সভাপতিত্ব করেন লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার।
  • Link to this news (বর্তমান)