উত্তরপ্রদেশে গুলির লড়াই, ধৃত নিট পরীক্ষার্থী খুনে মূল অভিযুক্ত
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
লখনউ: উত্তরপ্রদেশে গোরু পাচারকারীদের হাতে খুন হয়েছিলেন নিট পরীক্ষার্থী দীপক গুপ্তা। সোমবার যোগীরাজ্যের এই ঘটনা ঘিরে তীব্র শোরগোল পড়েছে। তদন্তে নেমে বুধবার খুনের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রহিম। এদিন গোপন সূত্রে খবর পেয়ে রহিমের ডেরায় হানা দেয় পুলিশ। টের পেয়ে মুহূর্তেই চম্পট দেয় রহিম। কিন্তু পিছু ধাওয়া করে পুলিশ। শেষপর্যন্ত কুশিনাগর এলাকায় পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে অভিযুক্ত। এরইমধ্যে তার পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। ছোটু ও রাজু নামে আরও দু’জনকেও হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার দিন আজব হুসেন নামে এক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেছিলেন গ্রামবাসীরা। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই খুনের ঘটনায় সবমিলিয়ে মোট চারজনকে ধরল পুলিশ। গোরখপুরের এসএসপি রাজ করণ নায়ার জানান, এদিন অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রহিম। আত্মরক্ষায় অভিযুক্তের পায়ে গুলি করা হয়েছে। এপর্যন্ত মোট চারজনকে পাকড়াও করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজখবর চলছে। সোমবার গোরখপুরের জঙ্গলধুসড় গ্রামে গোরু পাচারকারীদের হাতে খুন হন নিট পরীক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ, ওই যুবককে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গাড়ির চাকায় তাঁর মাথা থেঁতলে দেয় দুষ্কৃতীরা।