‘সন্তান হয়নি কেন!’ বধূকে খুন করল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
রাজস্থান: সন্তানের জন্ম দিতে অক্ষম। এই অপবাদে এক মহিলাকে হত্যা করল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, খুনের পর মৃতদেহে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত স্বামী। বিষয়টাকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করে সে। তড়িঘড়ি শেষকৃত্যের ব্যবস্থাও করা হয়। কিন্তু তার আগেই ওই বধূর দেহ হেফাজতে নিয়েছে পুলিশ। রাজস্থানের দিগ জেলাএমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল।
জেলার কাকরা গ্রামের বাসিন্দা অশোকের সঙ্গে ২০০৫ সালে বিয়ে হয় সরলার। অভিযোগ, বিয়ের পর থেকেই নানাভাবে সরলার উপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। সন্তান না হওয়ায় অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। সরলার পরিবারের অভিযোগ, অশোক শুরু থেকেই সরলাকে মারধর করত। একাধিকবার মানা করা সত্ত্বেও কোনও লাভ হয়নি। তবে এইভাবে সরলাকে মেরে ফেলা হবে এমনটা ভাবতেও পারেননি তাঁরা। এমনকি সরলার মৃত্যুর পর তাঁদের খবর দেওয়া হয়নি। স্থানীয়দের অশোক ও তার পরিবার জানিয়েছিল, ঘরে আচমকা আগুন লেগে যাওয়ায় পুড়ে মৃত্যু হয়েছে সরলার। এতে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরাই। এদিকে, সরলার শ্বশুরবাড়ির লোকজন শেষকৃত্যের তোড়জোড় শুরু করে। কিন্তু পুলিস এসে দেহটি নিজেদের হেফাজতে নেয়। আপাতত মর্গে রাখা হয়েছে সরলার দেহ।