• গ্যাস সিলিন্ডার বদলে দিতে বলায় ছেলের হাতে খুন মা
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • জয়পুর: রান্নার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তাই ছেলেকে সিলিন্ডার বদলে দিতে বলেছিলেন মা। তার ফল হল ভয়ঙ্কর। মাকে লাঠিপেটা করে খুন করল ‘গুণধর’ ছেলে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। মঙ্গলবার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, অভিযুক্ত নবীন লাঠি দিয়ে বারবার মা সন্তোষকে আঘাত করছেন। বাবা ও বোন তাকে বিরত করার চেষ্টা করছেন। সে সময় বোনকে বলতে শোনা যাচ্ছে, ‘২০১৬ সালেই আমি বলেছিলাম, ও একজন অপরাধী। তোমরা আমাকে পাগল বলেছিলে।’ 

    পুলিস জানিয়েছে, নবীনের বাবা লক্ষ্মণ সিং একজন প্রাক্তন সেনা। তিনি এখন এনটিপিসির দিল্লি শাখায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সোমবার দিল্লি থেকে জয়পুর ফিরে আসেন লক্ষ্মণ। পরিবার সূত্রে জানানো হয়েছে, সোমবার সন্তোষ রান্নাঘরে গিয়ে দেখেন গ্যাস ফুরিয়ে গিয়েছে। তখন নবীনকে সিলিন্ডার বদলে দিতে বলেন। তখনই সন্তোষকে লাঠিপেটা করতে থাকে নীবন। তাতেই মৃত্যু হয় সন্তোষের। স্ত্রী-হারা লক্ষ্মণ বলেন, ‘আমার ছেলেকে ফাঁসিতে ঝোলান উচিত। পাঁচমাসের মধ্যে ওর বোনের বিয়ে ছিল। ও শুধু নিজেকেই শেষ করল না, পুরো পরিবারকেই ধ্বংস করে দিল। ও জন্মদাত্রী মাকেই খুন করল!’ ধৃত নবীনের বিরুদ্ধে আগেই পণ নিয়ে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে নবীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। 
  • Link to this news (বর্তমান)