মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার অস্থায়ী কর্মীদের
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শেষপর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা। দফায় দফায় বৈঠক ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে মঙ্গলবার মধ্যরাতে প্রায় তিনশো অস্থায়ী কর্মী পুনরায় যোগ দেন কাজে। বুধবার সকাল থেকে মেডিকেলের রোগী পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে আসে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনকারীদের দাবিদাওয়া পূরণের জন্য তারাও সচেষ্ট। তাঁদের সেকথা জানানো হয়েছে। শেষপর্যন্ত তাঁরা বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন। মেডিকেলের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, কর্মীরা রাতে কাজে যোগ দিয়েছেন। আমরা কাজে যোগ দিতে অনুরোধ করেছিলাম। সেটা বিবেচনা করে তাঁরা কাজে যোগ দিয়েছে। পুজোর আগে তাঁরা যাতে বেতন ও বোনাস পান, তার চেষ্টা আমরাও করছি।
প্রতিমাসে সময় মতো বেতন না পাওয়া, পুজো চলে এলেও বোনাস না পাওয়া নিয়ে অসন্তোষ ছিল হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মী, ওয়ার্ড বয়, হাউস কিপিংদের মধ্যে। যার জেরে কর্মবিরতি শুরু হয় সোমবার রাত থেকে। এতে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি হয়। ব্যাহত হয় ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার কাজ, ওয়ার্ডে রোগী নিয়ে যাওয়ার মতো বেশ কিছু জরুরি কাজকর্ম। আন্দোলনকারীদের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা কর্মী, হাউস কিপিং, ওয়ার্ড বয়রা অস্থায়ী কর্মী। তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করেন। যাঁদের বেতন আসে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে। এক্ষেত্রে মেডিকেল কলেজের কোনও ভূমিকা থাকে না। বিষয়টি স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। বিষয়টি বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করে নেন অস্থায়ী কমীরা। আন্দোলনকারীদের মধ্যে সুবোধ দাস বলেন, গতমাসের বেতন ও পুজোর বোনাস দ্রুত মেটানোর দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের। তাই আমরা কাজে যোগ দিয়েছি।