• আবহাওয়া নিয়ে চিন্তায় মণ্ডপশিল্পী ও ক্লাবকর্তারা
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: পুজোর আগে অবিরাম বৃষ্টি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। বৃষ্টির জন্য থমকে গিয়েছে গঙ্গারামপুর মহকুমায় পুজো মণ্ডপ তৈরির কাজ। কয়েকদিন পরেই মহালয়া অর্থাত্ দেবীপক্ষ। তার আগে বৃষ্টি ও আবহাওয়া চিন্তায় ফেলেছে পুজো উদ্যোক্তা থেকে শিল্পীদের। 

    চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে কমবেশি বৃষ্টির জেরে প্যান্ডেল তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখনও গঙ্গারামপুর শহরের বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের প্যান্ডেলের বাইরের বাঁশের কাজ শেষ হয়নি। মহালয়া থেকে পুজোর উদ্বোধন শুরু হলে যে কোনওভাবেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খোলা যাবে না, তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন উদ্যোক্তারা। 

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে জেলার ব্লক থেকে শহরের গুরুত্বপূর্ণ পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও ঠিক কতগুলি উদ্বোধন হবে তা নিয়ে বৈঠক করছে জেলা ও পুলিশ প্রশাসন। 

    এবার পুজো সেপ্টেম্বরে হওয়ায় বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্রের আবহাওয়া বিশেষজ্ঞ সুমন সূত্রধর বলেন, জেলায় মহালয়া পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ সেপ্টেম্বর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আকাশ পরিষ্কারের কোনও সম্ভাবনা নেই। বর্ষার যেমন বৃষ্টি হয় জেলায় সেই বৃষ্টি চলছে। 

    নাট্য সংসদ ক্লাবের অন্যতম সদস্য সর্বজিৎ গুহ বলেন, আমাদের প্যান্ডেলে প্লাস্টার অব প্যারিসের কাজ হবে। বৃষ্টির জন্য কাজ পিছিয়ে গিয়েছে। এমন আবহাওয়া থাকলে পুজোর উদ্বোধন অনিশ্চিত হয়ে যাবে। গঙ্গারামপুরের মৃৎশিল্পী অমর পাল বলেন, এমন আবহাওয়ায় প্রতিমা শুকোচ্ছে না। রংয়ের কাজও হচ্ছে না। সাজসজ্জার কাজও পিছিয়ে যাচ্ছে। সময়ে প্যান্ডেলে প্রতিমা পৌঁছে দেওয়াই এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ।
  • Link to this news (বর্তমান)