• কোচবিহার শহরের উন্নয়নে হেলে পড়ছে বড় বড় গাছ, দুর্ঘটনার শঙ্কা
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার রাজনগরের রাস্তা মানেই একসময় ছিল কার্যত বিথীকা। সুড়কির লাল চওড়া রাস্তার দু’ধারে ছিল বড় বড় ছায়া ঢাকা গাছ। সেই দৃশ্য কবেই উধাও হয়েছে। রাজআমলও আর নেই। তবে সেই আমলের সাক্ষ্য বহনকারী কিছু গাছ এখনও রাস্তার দু’ধারে রয়েছে। যা এখন শহরের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু সেই গাছগুলিও এখন উপড়ে পড়তে শুরু করেছে। রাস্তার নীচে জলের পাইপ লাইন বসানো, বিদ্যুতের কেবল বসানো, নিকাশি নালার কাজ, রাস্তার ধারে পেভার ব্লক বসানো, রাস্তা উঁচু হয়ে যাওয়ায় গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় বড় বড় গাছ গোড়া থেকে উপড়ে  যাচ্ছে বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। 

    শহরের পূর্তদপ্তরের গেটের উল্টো দিকে এমনই একটি সুবিশাল গাছ শিকড় আলগা হয়ে হেলে পড়েছে এমজেএন স্টেডিয়ামের দেওয়ালের উপর। এদিকে, সুনীতি অ্যাকাডেমির গেটের উল্টো দিকে স্কুলের প্রধান শিক্ষিকার আবাসনের সামনে একটি গাছ বিপজ্জনক ভাবে হেলে আছে। যদিও ওই আবাসনে কেউ থাকেন না। কিন্তু এভাবে যদি শহরের রাস্তার ধারে থাকা বড় বড় গাছ পড়ে যায় তাহলে আগামী দিনে শহরের প্রাচীন ঐতিহ্য ও গাম্ভীর্য ধীরে ধীরে হারিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

    কোচবিহারের বিশিষ্ট ইতিহাস গবেষক ঋষিকল্প পাল বলেন, জলের পাইপ লাইন বসানো, পেভার ব্লক বসানো ইত্যাদি কাজের সময় রাস্তা খোঁড়া হয়। সেই সময় গাছের গোড়া আলগা হয়ে যায়। এতেই প্রাচীন এই গাছগুলি পড়ে যাচ্ছে। 

    কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গাছ পড়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি বিপর্যয় মোকাবিলা দপ্তরকে জানানো হয়েছে। কোচবিহার বনদপ্তরের এডিএফও বিজনকুমার নাথ বলেন, পড়ে যাওয়া গাছ কাটার বিষয়ে আমাদের কেউ জানালে আমরা বিষয়টি দেখব।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)