• চালক ১৮ বছরের কম হলে জরিমানা, শহরে টোটো চলাচলে শর্ত বেঁধে দিল পুরসভা
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শহরে টোটো চলাচলের উপর একাধিক শর্ত বেঁধে দিল জলপাইগুড়ি পুরসভা। এনিয়ে বুধবার থেকে শহরে মাইকিং শুরু হয়েছে। তিনদিন ওই মাইকিং চলবে। তারপর শর্ত মেনে শহরে টোটো না চললে শুরু হবে ধরপাকড়। এমনটাই জানানো হয়েছে পুর কর্তৃপক্ষের তরফে।

    অভিযোগ, অনেক নাবালক টোটো নিয়ে রাস্তায় ভাড়া খাটতে বেরিয়ে পড়ছে। ঠিকমতো চালাতে না জানায় দুর্ঘটনার কবলে পড়ছে তারা। অনেক সময় আবার নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালাচ্ছেন অনেকে। ফলে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। এসব বন্ধে এবার জরিমানার পথে হাঁটতে চাইছে জলপাইগুড়ি। 

    পুরসভার তরফে মাইকিং করে জানানো হচ্ছে, ১৮ বছরের কম বয়সি কেউ টোটো চালাতে পারবে না। তাছাড়া নেশাগ্রস্ত অবস্থায় কোনও টোটোচালক ধরা পড়লে প্রথমবার এক হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার তার টোটোর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং টোটো প্রশাসনের হেপাজতে থাকবে। টোটোর সামনে অর্থাৎ চালকের পাশের সিটে কোনও যাত্রীকে বসানো যাবে না। চালকের পাশে যাত্রী বসালে প্রথমবার পাঁচশো, দ্বিতীয়বার জরিমানার অঙ্ক দ্বিগুণ হবে অর্থাৎ এক হাজার টাকা। তৃতীয়বার টোটোর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং জেলা প্রশাসনের হেপাজতে থাকবে টোটো। 

    জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, হেডলাইট না জ্বালিয়ে রাতে অনেক টোটো বিপজ্জনকভাবে রাস্তা দিয়ে চলাচল করে। রাতে টোটোতে হেডলাইট জ্বালানো বাধ্যতামূলক। হেডলাইট না জ্বললে দু’শো টাকা জরিমানা করা হবে। একইভাবে স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য টোটোতে ‘নো রিফিউজাল’ চালু হচ্ছে জলপাইগুড়ি শহরে।

    জলপাইগুড়িতে টোটোর ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে পুরসভার তরফে। বলা হয়েছে, প্রথম দু’কিমি পর্যন্ত টোটোর ভাড়া ১৫ টাকা। পরবর্তী ৩ কিমি পর্যন্ত প্রতি কিমি’র জন্য পাঁচ টাকা হারে ভাড়া বাড়বে। তবে পুর এলাকায় যাত্রীদের কাছ থেকে ৩০ টাকার বেশি ভাড়া নিতে পারবেন না কোনও টোটোচালক। স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী ও বিশেষভাবে সক্ষমদের জন্য প্রথম দু’কিমি পর্যন্ত টোটোর ভাড়া থাকছে ১০ টাকা। টোটোর রেষারেষি বন্ধেও এবার পুলিশ প্রশাসনের সঙ্গে রাস্তায় নজরদারি চালাবে জলপাইগুড়ি পুরসভা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)