• কৃষিজমির প্রয়োজনীয়তার বার্তা দেবে এনজেপির সেন্ট্রাল কলোনির পুজো
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সঞ্জিত সেনগুপ্ত  শিলিগুড়ি

    মণ্ডপে ঢুকে থমকে যেতে হবে। সবুজ ধান খেতে কৃষিকাজ করছেন কৃষকরা। চাষাবাদের নানারকম দৃশ্য চারদিকে। শহরে যেখানে গাছ হারিয়ে যাচ্ছে, সেখানে ধানখেত, চাষ আবাদের এমন দৃশ্য দেখাই মুশকিল। এবারে এনজেপি সেন্ট্রাল কলোনির পুজোয় দেখা যাবে এমন দৃশ্য। কৃষিজমির চিত্র তুলে ধরার জন্য বীজ ফেলে ধানের চারা তৈরি করা হয়েছে। রোপণ করা হয়েছে বড় বড় ঘাস। মণ্ডপে দেবী প্রতিমার একপাশে যেমন ধান ক্ষেত থাকছে, সেরকম রয়েছে পাকা দালান বাড়ি। 

    ‘মাটির টানে’ এবারে সেন্ট্রাল কলোনির পুজোর থিম। শহরের গাছ হারিয়ে যাচ্ছে।  চারদিকে কংক্রিটের ভিড়। সেখানে শহরের বিগবাজেটের পুজো মণ্ডপে এমন কৃষিক্ষেত্র অবাক হওয়ার মতোই ঘটনা। পুজোর আবহে আনন্দে মাতোয়ারা মানুষের মনে কৃষিজমির প্রয়োজনীয়তার বার্তা দিতে এমন থিম বলে জানান পুজো কমিটির তরফে পার্থ দে। মণ্ডপের একটা অংশে দৃষ্টিনন্দন পাকা বাড়ি তৈরি করা হচ্ছে। পার্থবাবু বলেন, কংক্রিটের জঙ্গল ক্রমশ বেড়েই চলেছে। তাতে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পাকা বাড়ির যেমন দরকার, সেরকম কৃষিজমিরও প্রয়োজন রয়েছে। কোনওটাকেই বাদ দিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে পারি না। কিন্তু সমাজ আজ অবক্ষয়ের পথে এগিয়ে চলেছে। কৃষিজমি গ্রাস করে তৈরি হচ্ছে পাকা বাড়ি। গ্রাম শহরের চেহারা নিয়েছে। যার ফলে কৃষক পরিবারের নতুন প্রজন্ম আর কৃষিকাজে উৎসাহিত হচ্ছে না। চাষাবাদ, লাঙল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষকের ছেলেমেয়েরা। এটাও সমাজের পক্ষে ক্ষতিকর। তাই কৃষিজমির প্রয়োজনীয়তার বার্তা দেওয়ার পাশাপাশি কৃষকের ঘরে উত্তরসূরিদের কৃষিকাজে উৎসাহিত করার দিকটিও পুজোর থিমের একটি দিক বলে জানান পার্থ দে। 

    থিমকে প্রাণবন্ত করে তুলতে নানা ধরনের মডেল তৈরি হচ্ছে মণ্ডপে। কলকাতা থেকে শিল্পীরা কয়েক মাস আগেই এসে গিয়েছেন। তাঁরা ধানের বীজ ফেলে চারা তৈরি করেছেন। তৈরি করছেন নানা ধরনের মডেল। এনজেপি সেন্টাল কলোনির  মাটির টানে থিমে পুজোর আয়োজন এবারও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চমক দেবে বলে দাবি করেন পুজো কমিটির সদস্যরা। 
  • Link to this news (বর্তমান)