• ভালো কাজ, ৩৪ জন কর্মীকে পুরস্কৃত করল এনবিএসটিসি
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিশ্বকর্মা পুজোয় একসময়ে কোচবিহারে হইচই পড়ে যেত। কয়েকদিন ধরে চলত অনুষ্ঠান। প্রদর্শনীর ব্যবস্থাও থাকত। নিগমের সেই রমরমা দিন এখন আর নেই। তবু পুজো হয় বড় করেই। এবারও বড় করেই পুজো হচ্ছে। সারা বছর কাজের নিরিখে ৩৪ জন চালক, কন্ডাক্টর, চেকিং স্টাফ ও মেকানিককে বুধবার পুজোর দিনে পুরস্কৃত করল এনবিএসটিসি।  যাঁদের পুরস্কৃত করা হল তাঁদের মধ্যে কেউ ধারাবাহিকভাবে সব থেকে কম জ্বালানি খরচ করে বেশি কিমি গাড়ি চালিয়েছেন। কোনও কন্ডাক্টর আবার কম রাস্তা অতিক্রম করেই ধারাবাহিকভাবে বেশি টাকার টিকিট বিক্রি করেছেন। এতে নিগমের আয় বৃদ্ধি হয়েছে। এক চেকিং স্টাফ সারা বছরে ১৪৬টি বিনা টিকিটের ঘটনা ধরে জরিমানা বাবদ আদায় করেছেন ৬৫ হাজার টাকা। নিগমের পক্ষ থেকে এই সব কর্মীদের কাজের পরিসংখ্যানের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হল এদিন। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এবার ভালো কাজের নিরিখে বিভিন্ন ক্ষেত্রে মোট ৩৪ জনকে পুরস্কৃত করা হল। তাঁদের কাজে নিগমের আয় বৃদ্ধি ও যাত্রী পরিষেবা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে নিগম আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি কর্মী উৎসাহ বজায় রাখতে ভালো কাজের মূল্যায়ন করে তাঁদের পুরস্কৃত করার রীতি প্রচলন রেখেছে।  কোচবিহারে এনবিএসটিসি’র  সেন্ট্রাল ওয়ার্কশপে বিশ্বকর্মা পুজো। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)