• চূড়ামণ জমিদার বাড়ির শিবমন্দিরে বিজয়া দশমীতে ওড়ে পিরের ধ্বজা
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • দিবাকর মজুমদার, ইটাহার: প্রায় তিন শতাব্দী প্রাচীন ইটাহারের চূড়ামণ জমিদার বাড়ির শিবমন্দির সম্প্রীতির এক অনন্য নিদর্শন। রীতি মেনে এখনও বিজয়া দশমীতে শিবমন্দিরে ওড়ানো হয় পিরের ধ্বজা। বর্তমানে এই প্রাচীন মন্দিরটি জীর্ণ। ঢেকেছে আগাছায়। কিন্তু জেলার ঐতিহাসিক শিবমন্দিরটি সংস্কারে কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই এবার প্রাচীন নিদর্শন বাঁচাতে লিখিত আকারে প্রশাসনের কাছে সংস্কার ও হেরিটেজ ঘোষণার দাবি জানিয়েছেন ইতিহাস গবেষক। হেরিটেজ ঘোষণা হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে, জেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত মন্দিরটি সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। 

    বেশ কয়েক বছর জীর্ণ শিবমন্দিরটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলা পরিষদ, বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ বিভিন্ন প্রশাসনিক মহলে লিখিত আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষক তথা ইতিহাস গবেষক বৃন্দাবন ঘোষ। এমনকী পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনকেও জানিয়েছেন তিনি। কিন্তু কোনও সাড়া মেলেনি বলে দাবি বৃন্দাবনবাবুর। 

    মহানন্দা নদীর তীরে অবস্থিত স্মৃতি বিজরিত এই শিবমন্দিরটি আনুমানিক ৩০০ বছরের পুরনো। মূলত, চূড়ামণে তৎকালীন জমিদারি আমলে প্রজাদের জন্য মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।

    চূড়ামণ জমিদার বাড়ির দুর্গা মন্দিরের অদুরে অবস্থিত এই শিবমন্দির। মন্দিরের ভিতরে রয়েছে প্রাচীন একটি শিবলিঙ্গ। অনেকে বলেন সেটি কষ্ঠি পাথরের। কিন্তু মন্দিরের কোনও দরজা নেই। ফলে সেটিও চুরির আশঙ্কা রয়েছে স্থানীয়দের। বর্তমানে মন্দির ঢেকে গিয়েছে আগাছায়। ভেঙে পড়েছে মন্দিরের চূড়া। বিপজ্জনক অবস্থায় থাকা ওই মন্দিরেই গ্রামবাসীরা ভয়ে ভয়ে নিয়মিত পুজো পাঠ করেন। 

    স্থানীয় বাসিন্দা করুণা সরকার বলেন, ঐতিহাসিক মন্দিরটি বাঁচাতে সংস্কার প্রয়োজন। শিবরাত্রিতে এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। আবার এই মন্দিরে ওড়ে পিরের ধ্বজা। জমিদারি রীতি মেনে প্রতি বছর বিজয়া দশমীতে বহু মুসলিম ফকির শিবমন্দিরের উপরে পিরের ধ্বজা উত্তোলন করেন। 

    এবিষয়ে ইতিহাস গবেষক বৃন্দাবনবাবু বলেন, সংস্কারের অভাবে প্রাচীন শিব মন্দিরটি ধংস হয়ে গেলে সম্প্রীতির একটি অন্যতম নিদর্শন নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা চাই জেলার ঐতিহ্যকে বাঁচাতে প্রশাসন দ্রুত সংস্কারের উদ্যোগ নিক।  জরাজীর্ণ অবস্থায় পড়ে শিবমন্দির। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)