• ইস্টার্ন বাইপাসে গ্যারাজের চৌবাচ্চা থেকে যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিশ্বকর্মা পুজোর দিন শিলিগুড়িতে এক যুবকের রহস্যজনকভাবে দেহ উদ্ধার হল। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন একটি গ্যারাজের চৌবাচ্চার ভিতর থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শ্রীদাম বর্মন (২৪)। তাঁর বাড়ি শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের শহিদনগর কলোনিতে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ওই চৌবাচ্চার ভিতরে ফেলে রাখা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। 

    বিশ্বকর্মা পুজোর জন্য মঙ্গলবার রাতে গ্যারাজে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি একাধিক কাজ রয়েছে বলে বাড়ি থেকে বের হন ওই যুবক। রাত ১১টা নাগাদ মা ভারতী বর্মনের সঙ্গে তাঁর শেষ বার কথা হয়েছিল। সেই সময় তিনি তাঁর মাকে বলেন কিছুটা কাজ বাকি রয়েছে, তাই বাড়ি ফিরতে দেরি হবে। রাত ১টা নাগাদ ফের তাঁর মা মোবাইলে ফোন করলে কোনও উত্তর পাননি। রাত ২টো নাগাদ ফোন করার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই ছেলের খোঁজে ওই এলাকাতে যাওয়ার পাশাপাশি ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ নন্দীর কাছেও বিষয়টি জানান তিনি। এদিকে, এনজেপি এলাকার আরও এক বাসিন্দা যাঁর ওই এলাকাতে গোডাউন রয়েছে, তিনি সিসি ক্যামেরা দেখে জয়দীপবাবুকে জানান রাত সাড়ে ১১টা নাগাদ কয়েকজন সহকর্মীর সঙ্গে ওই গ্যারাজে উপস্থিত ছিল শ্রীদাম। এরপরই ওই গ্যারাজে খোঁজাখুঁজি করলে বুধবার বিকেলে চৌবাচ্চার ভিতর থেকে দেহটি পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

    এ বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, আমরা একজন যুবকের দেহ উদ্ধার করেছি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

    জয়দীপবাবু বলেন, আমার বাড়িতেই পরিচারিকার কাজ করেন ওই যুবকের মা। রাতে ছেলের খবর না পাওয়ার পর আমার কাছে বারবার এসেছিলেন তিনি। এরপরই খোঁজখবর করতে এদিন বিকেলে তাঁর দেহ উদ্ধার হয়। ছেলেটির মাথার পিছনে বড় আঘাত রয়েছে। পরিবারের অনুমান, শ্রীদামকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছিল। পুলিশ ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করলে সত্যতা সামনে আসবে।
  • Link to this news (বর্তমান)