• চিৎকার করেই ধর্ষণের হাত থেকে বাঁচল ছাত্রী
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: ‘যদি চিৎকার করিস প্রাণে মেরে ফেলব’-এমনই ভয় দেখিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। পাত্রসায়রের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে কয়েক কিমি দূরের স্কুলে পরীক্ষার সিট পড়েছিল। সাইকেল নিয়ে সে একাই পরীক্ষা দিতে গিয়েছিল। মঙ্গলবার ভূগোল পরীক্ষা দিয়ে ফেরার সময় নির্জন রাস্তায় এক যুবক তার পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই সে জোর করে তাকে সাইকেল থেকে নামায়। পাশের খালের দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রী বাধা দিয়ে চিৎকার করতে শুরু করলে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ওই ছাত্রী কিন্তু দমে যায়নি। সে চিৎকার করে লোকজনকে জড়ো করার চেষ্টা করে। তাতেই ছুটে আসে আশপাশের এলাকার লোকজন। বেগতিক দেখে ওই যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু, বহু মানুষ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলায় সে পালাতে ব্যর্থ হয়। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে ছাত্রী নিজেই সমস্ত ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক শেখ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পাত্রসায়র থানার মুসড়া গ্রামে। ঘটনার তদন্ত চলছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়র থানা এলাকার ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কয়েক কিলোমিটার দূরের একটি স্কুলে পরীক্ষা দিয়ে সাইকেলে একাই বাড়ি ফিরছিল। দুপুরে একা ফিরছে দেখে সেলিম সাইকেল নিয়ে তার পিছু নেয়। নির্জন রাস্তায় আসার পর তাকে আটকে সাইকেল থেকে নামিয়ে পাশের খালের ধারে টেনে নিয়ে যায়। ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ছাত্রীর চিৎকার শুনে পাশের এলাকা থেকে লোকজন চলে আসেন। তখন ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনা চাউর হতেই পাশের গ্রাম থেকে বহু লোকজন বেরিয়ে আসেন। চারিদিক থেকে ঘিরে সেলিমকে পাকড়াও করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

    ছাত্রীর পরিবারের লোকজন বলেন, আমরা গরিব মানুষ। সকাল হলে মাঠে-ঘাটে কাজ করতে যেতে হয়। তাই মেয়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি। কয়েকদিন ধরে মেয়ে একাই পরীক্ষা দিতে যাচ্ছিল। মঙ্গলবারও একইভাবে পরীক্ষা কেন্দ্র থেকে সাইকেলে করে ফেরার পথে নির্জন জায়গায় তার উপর নির্যাতন চালানো হয়। অভিযুক্ত যুবক হয়তো কয়েকদিন ধরে মেয়েকে নির্জন রাস্তায় একাকী যেতে দেখে পরিকল্পনা করেই পিছু নিয়েছিল। অভিযুক্তের আমরা কঠোর শাস্তি চাই।

    প্রসঙ্গত, এর আগেও জয়পুর থানা এলাকায় স্কুল থেকে ফেরার সময় একাধিক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। বিশেষ করে স্কুল থেকে ফেরার সময় নির্জন জায়গায় তাদের টার্গেট করা হয়। যদিও প্রতিটি ক্ষেত্রে পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার পাত্রসায়রেও একইভাবে ছাত্রীকে নির্জন রাস্তায় আটকে ধর্ষণের চেষ্টা করা হয়। এক্ষেত্রেও স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তকে পাকড়াও করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে এসে ওই যুবককে গ্রেফতার করেছে।
  • Link to this news (বর্তমান)