ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রাজস্থানের প্রাসাদ, সাবেকিয়ানার সঙ্গে থিম পুজোয় মাতবে সোনারপুর
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: থিমের লড়াইয়ের যুগে এখনও অনেকেই সাবেকিয়ানার পুজোতে বিশ্বাসী। সোনারপুরের রাজপুর ও হরিনাভিতে এই দুই ঘরানার পুজোই উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। তবে থিমে থাকছে চমক। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রাজস্থানের প্রাসাদ দেখা যাবে এখানে।
এবার পুজোয় রাজপুরে দেখা মিলবে কলকাতার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপত্যের। ময়রাপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাদের থিম হিসেবে এবার তুলে ধরেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। মণ্ডপের সামনে থাকবে ফোয়ারা। এবার এই পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষ। পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। রাজপুর পল্লিশ্রী সমিতি এই পুজো পরিচালনা করে। তারা এবার মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জাতেও চমক দিতে চাইছে। রাজপুরের এনএসসি রোড থেকে বিপত্তারিণী মন্দির পর্যন্ত গোটা রাস্তা আলোয় মুড়ে ফেলা হয়েছে। চন্দননগরের আলো এনে সাজানো হচ্ছে তোরণ ও গেট। চতুর্থীতে পুজোর উদ্বোধন।
রাজপুর এম এন রায় রোড নবারুণ সংঘের দুর্গাপুজো এবার ৭২তম বছরে পড়ল। তাদের থিমের নাম ‘হংসরাজের দেশে’। এই থিমের উপরই তৈরি হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির সম্পাদক সঞ্জীব সরকার বলেন, মণ্ডপ ও প্রতিমা নতুন ভাবনা এবং শিল্প সুষমায় মোড়া। হংসরাজ জলে, স্থলে ঘুরে বেড়ায় রাজকীয় চালে। সেই সৌন্দর্য্যের আবহে মণ্ডপ তৈরি হচ্ছে। এখানেই আবির্ভাব হবে মায়ের। চারদিক সাজানো হবে আলো দিয়ে। মণ্ডপের অন্দরের সাজসজ্জা তৈরি হচ্ছে নারায়ণগড়ে। সেখান থেকে নিয়ে এসে লাগানো হবে মণ্ডপে। এবার তাদের পুজোর বাজেট ২২ লক্ষ টাকা। উদ্বোধন চতুর্থীতে।
৫১তম বর্ষে পা দিল ব্যাসালিপাড়ার হরিনাভি সর্বজনীন দুর্গাপুজো। এবার তাদের থিম ঝড়খা। রাজস্থানের রাজপ্রাসাদের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, অতীতে এসব প্রাসাদের জানালাকে ঝড়কা বলা হতো। তার আড়ালে থাকতেন রাজা-রানিরা। উল্টোদিকে থাকতেন প্রজারা। তাঁরা রাজা-রানির কাছে এসে প্রার্থনা বা দাবিদাওয়া পেশ করতেন। মণ্ডপে রাজা-রানির জায়গায় থাকবেন মা দুর্গা। ভক্তরা তাঁর কাছে এসে তাঁদের প্রার্থনা জানাবেন। সেই ধারণাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। পুজো কমিটির সম্পাদক অরণি ঘোষ বলেন, মোট বাজেট ১০ লক্ষ টাকা। প্রতিমা গড়ছেন কুমোরটুলির শিল্পী মোহন বাঁশি রুদ্রপাল। তৃতীয়ায় উদ্বোধন হবে পুজোর।
হরিনাভি বালক সংঘের পুজো এবার ৬৩তম বছরে পদার্পণ করল। তারা বরাবরই সাবেকি পুজোয় বিশ্বাসী। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্গা প্রতিমাও সাবেকি ঘরানার। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। বাজেট ধরা হয়েছে আট লক্ষ টাকা। চতুর্থীতে পুজোর উদ্বোধনের কথা। কোদালিয়া সর্বজনীনের দুর্গাপুজো এই বছর ১১৫তম বর্ষে পা রাখছে। এটি সোনারপুরের অন্যতম প্রাচীন পুজো। প্রথম থেকেই সাবেকি ঘরানার পুজো হয়ে আসছে এখানে। প্রথা ভেঙে এ বছর পুজোর দায়িত্ব নিয়েছেন পাড়ার মহিলারা। তিন লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।