স্ত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগ, ভবঘুরেকে মারধরে গ্রেফতার স্বামী
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রেন থেকে নামার সময় স্ত্রীর হাত ধরে টানার অভিযোগে ভবঘুরেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ইছাপুর স্টেশনে ঘটনাটি ঘটেছে। ভবঘুরকে লাথি, ঘুসি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে অশোক চৌহানকে গ্রেফতার করা হয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা এর প্রতিবাদ করেন। অঙ্কিতা চক্রবর্তী নামে এক মহিলা ছুটে এসে ভবঘুরেকে উদ্ধার করেন। তখন তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় জিআরপি তাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় উত্তজনা ছড়ায় ইছাপুর স্টেশনে।
উপস্থিত রেল যাত্রীরা অশোক চৌহানকে তাঁদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানান। তখন জিআরপির সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। মারধর করার অভিযোগে জিআরপি আটক করে মালা চৌহান ও তাঁর স্বামী অশোক চৌহানকে। ঘটনায় গভীর রাত পর্যন্ত ইছাপুর রেলস্টেশনে উত্তেজনা ছিল। পরে জিআরপির পক্ষ থেকে মালা চৌহান ও তাঁর স্বামীকে আটক করে নৈহাটি নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। মালা বলেন, ওই যুবক আমার পিঠে হাত দিয়েছিল। কীভাবে বুঝব ও ভবঘুরে না পাগল। অশোক চৌহান বলেন, ওর আচরণ দেখে ভবঘুরে বা পাগল মনে হয়নি। পরে অশোককে গ্রেফতার করা হয়।