বাংলাদেশি ট্রলার সহ ফ্রেজারগঞ্জে ১৩ জন মৎস্যজীবী আটক, চাঞ্চল্য
বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: ভারতীয় জল সীমানা থেকে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল উপকূল রক্ষী বাহিনী। বুধবার সকালে গভীর সমুদ্রে মায়ের দয়া নামক একটি ট্রলারকে মাছ ধরতে দেখে উপকূল রক্ষী বাহিনীর সন্দেহ হয়। তারা ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁদের কাছে থাকা বাংলাদেশের নথিপত্র দেখে উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। ওই ট্রলারে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন। উপকূল রক্ষী বাহিনীকে দেখার পরই তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাঁদের ঘিরে ফেলে। এরপরই ওই ট্রলারের মৎস্যজীবীদের আটক করা হয়। এদিন সন্ধ্যা নাগাদ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ওই মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেয়। বর্তমান আটক হওয়া মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় রয়েছেন। -নিজস্ব চিত্র