নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত ৪ আগস্ট বারাকপুর আদালতের প্রথম অতিরিক্ত জেলা জজ মৌ চট্টোপাধ্যায় চলে যান হাইকোর্টের জুভেনাইল জাস্টিস সেক্রেটারিয়েটের সচিব পদে। সেই পদে দায়িত্ব দেওয়া হয় সিবিআই কোর্টের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়কে। প্রায় দেড় মাস পরেও প্রথম অতিরিক্ত জেলা জজ পদে কেউ যোগ না দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে। অনেক পকসো মামলা সহ অন্য মামলা পড়ে আছে বলে জানালেন আইনজীবীরা। বর্তমানে দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন।
বারাকপুর আদালতের আইনজীবী বীরেন ভগৎ বলেন, গত ১৪ জুলাই ফার্স্ট এডিজে মৌ চট্টোপাধ্যায়-এর বদলির নির্দেশ হয়েছে। সেখানে যিনি আসবেন, তাঁর কথাও নির্দেশে বলা হয়। কিন্তু আজ পর্যন্ত ওই বিচারক এখানে যোগ না দেওয়া বিভিন্ন বিচারের কাজে সমস্যা দেখা দিয়েছে। হয়রান হতে হচ্ছে বিচারপ্রার্থীদের। শুধু এডিজে নয়, দু’জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদলি হবার পর সেখানেও কাউকে এখনও পাঠানো হয়নি।
সমস্যার কথা স্বীকার করে নেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায়। তিনি বলেন, সত্যি খুবই সমস্যা হচ্ছে। অনেক মামলা জমে যাচ্ছে। দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ দায়িত্বে থাকলেও তাঁরও অনেক মামলা রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ অরিজিৎ মুখোপাধ্যায়ের কোর্টে এই মুহূর্তে চলছে মনীশ শুক্লা খুনের মামলা। ওই মামলায় ইতিমধ্যে মনীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা এবং মনীশের গাড়ির চালক সাক্ষী দিয়েছেন। বাকিদের সাক্ষ্যদান পর্ব বাকি রয়েছে।