নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদম রোডে দাদাগিরি! তোলা না দেওয়ায় রেস্তরাঁয় তাণ্ডব চালাল দুষ্কৃতী। বুধবার ভরসন্ধ্যায় দমদম স্টেশনের অদূরে ওই রেস্তরাঁয় হামলা চালানো হয়। আগে অস্ত্র আইনে গ্রেফতার হওয়া পকাই নামে এক দাগি দুষ্কৃতীর নেতৃত্বে অন্তত ১০ জন এদিন ওই রেস্তরাঁয় আসে। এরপর কর্মীদের মারধরের পাশাপাশি সমস্ত খাবার মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয়। রেস্তরাঁর মালিক ও কর্মীদের প্রাণনাশের হুমকিও দেয় ওই দুষ্কৃতীরা। এই ঘটনায় ভিড়ে ঠাসা দমদম রোডে আতঙ্ক ছড়ায়। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার এক প্রভাবশালী কাউন্সিলারের ছত্রছায়ায় রয়েছে ওই দুষ্কৃতী। জামিনে মুক্তি পাওয়ার পর সম্প্রতি ফের তোলাবাজি শুরু করেছে সে। বিভিন্ন দোকান ও প্রোমোটারদের ভয় দেখিয়ে টাকা তোলার চেষ্টা করছে। রেস্তরাঁর মালিক সন্দীপ দত্ত বলেন, ‘সেপ্টেম্বরের শুরুতে থেকে টাকা চেয়েছিল। আমি টাকা না দেওয়ায় আজ রেস্তরাঁয় হামলা চালায়। সমস্ত খাবার নষ্ট করে দিয়েছে। নাগেরবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে, দাবি মতো টাকা না পেয়ে সেলুন ভাঙচুর করার অভিযোগ উঠল পানিহাটিতে। মঙ্গলবার রাতে পানিহাটির ১৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর বাজারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, প্রভাবশালীদের মদতে এলাকায় ওই দুষ্কৃতী দীর্ঘদিন ধরে তোলাবাজি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পানিহাটির শান্তিনগর বাজারে অপু সরকারের সেলুন রয়েছে। অভিযোগ, স্থানীয় এক দুষ্কৃতী বেশ কিছুদিন ধরে টাকা চাইছিল তাঁর কাছে। মঙ্গলবার রাতেও টাকা চায়। কিন্তু অপুবাবু টাকা দেওয়া সম্ভব নয় বলে জানান। তখনই ওই দুষ্কৃতী রাতে দোকান ভাঙার হুঁশিয়ারি দিয়েছিল। রাত সাড়ে ৯টা নাগাদ অপুবাবু দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দেখেন, দুষ্কৃতীরা দোকানের শাটার ভেঙে সেলুন লণ্ডভণ্ড করে দিয়েছে। মদ্যপানের আসরও বসানো হয়েছিল। ক্যাশবাক্সে থাকা কয়েকশো টাকাও খোয়া গিয়েছে। স্থানীয় কাউন্সিলার অর্পিতা চক্রবর্তী বলেন, পুলিস আইন মেনে পদক্ষেপ করবে।