• কাল মণ্ডপ পরিদর্শনে কলকাতার সিপি
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, শুক্রবার শহরের পুজো প্যান্ডেলগুলি পরিদর্শনে যাবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সকাল  ১১টায় চেতলা অগ্রণী থেকে তিনি পরিদর্শন শুরু করবেন। পরিদর্শন শেষ হবে কলেজ স্কোয়ারে গিয়ে। সিপি ছাড়াও কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল, পূর্তদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। আপাতত ঠিক হয়েছে, শহরের মোট ন’টি প্যান্ডেল ঘুরবেন সিপি। 

    এদিকে, ইতিমধ্যেই বিজয়া দশমীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি বৈঠক সেরেছে কলকাতা পুরসভা। ২৬ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তাই তার আগেই প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশিকা জারি করে দিল পুর কর্তৃপক্ষ। পুর কমিশনারের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিমা নিরঞ্জন পর্ব। ২ অক্টোবর দুপুর ২টো থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের নিরঞ্জন। দ্বিতীয় পর্যায়ে নিরঞ্জন চলবে ভোর ৬টা পর্যন্ত। বাজেকদমতলা, নিমতলা ঘাট, 

    দইঘাট এবং জাজেস ঘাটে বেশি সংখ্যায় প্রতিমা আসবে। প্রতিমা জল থেকে তোলার জন্য ক্রেন থেকে 

    শুরু করে পর্যাপ্ত সবরকম ব্যবস্থা থাকছে ঘাটে ঘাটে। প্রত্যেক পর্যায়ে একজন করে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ঘাটে উপস্থিত থাকবেন। বিভিন্ন ঘাটে তৈরি হবে পুলিশের নজরদারি টাওয়ার।
  • Link to this news (বর্তমান)