• বিভাসের ফ্ল্যাটে তালা ভাঙার চেষ্টা নয়ডা পুলিশের, আটকে দিল বেলেঘাটা থানাই
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ভুয়ো থানা খুলে ধৃত বিভাস অধিকারীর কলকাতার অফিসে তল্লাশি চালাতে এসে নয়ডা পুলিশের সঙ্গে বেলেঘাটা থানার সংঘাত বাধল। চাবি না থাকায় বেলেঘাটা থানা তাদের তালা ভাঙতে না দিলে মামলা গড়ায় শিয়ালদহ আদালত পর্যন্ত। যদিও আদালত থেকে নয়ডা পুলিশকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। স্থানীয় আদালত থেকে অনুমতি নিয়ে এসে তবে এই ফ্ল্যাটের তালা ভাঙতে পারবে নয়ডা পুলিশ।

    আগেই বিভাস অধিকারী তাঁর ছেলে সহ সাতজনকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। বেলেঘাটা এলাকায় এই থানা খুলেছিলেন তিনি। এখানে বসেই বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চলত তোলাবাজি। বিভাস ধরা পড়ার পর কানাডার এক বাসিন্দা নয়ডা থানায় অভিযোগ করেন, তাঁকে ভয় দেখিয়ে ১৮ লক্ষ টাকা নিয়েছেন বিভাস।  

    বুধবার কলকাতায় আসে নয়ডা পুলিশের টিম। সকাল সাড়ে দশটা নাগাদ অফিসাররা বেলেঘাটা থানায় হাজির হন। থানায় গিয়ে জানান, বেলেঘাটা থানা এলাকায় বিভাসের অফিসের তাঁরা তল্লাশি চালাবেন। সেইমতো বেলেঘাটা থানার পুলিশ তাঁদের সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে যায়। কিন্তু ফ্ল্যাটের চাবি মেলেনি। নয়ডা পুলিশ দাবি, চাবি বেলেঘাটা থানার কাছে আছে। কিন্তু বেলেঘাটা থানা জানিয়ে দেয়, তাদের কাছে কোনও চাবি নেই। কারণ ফ্ল্যাট তারা সিল করেনি। আর মামলা তাদের নয়। তাই চাবি তাদের কাছে থাকার কথা নয়। চাবি না পেয়ে নয়ডা পুলিশ তালা ভাঙতে চাইলে কলকাতা পুলিশের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এভাবে ভাঙা যাবে না। এরজন্য আদালতের অনুমতি নিয়ে আসতে হবে। প্রথমে নয়ডা পুলিশ কথা শুনতে  চায়নি। বাধ্য হয়েই তারা দুপুরে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে শিয়ালদহ আদালত মৌখিকভাবে জানায় এই অনুমতি দেওয়ার এক্তিয়ার আদালতের নেই। সার্চ ওয়ারেন্ট থাকলে পুলিশ তল্লাশি চালাতে পারে। আদালত জানায়, নয়ডা পুলিশকে সেখানকার আদালতের অনুমতি নিয়ে আসতে হবে। এরপরই ভিন রাজ্যের পুলিশ সিদ্ধান্ত নেয় সেখান থেকে অনুমতি নিয়ে এসে তারা এই তালা ভাঙবে।
  • Link to this news (বর্তমান)