• ১৫ মিনিটে ১৫ লক্ষের গয়না চুরি, ১০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের জালে তরুণী
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাত্র ১৫ মিনিট। তার মধ্যেই দিনে দুপুরে তিনতলা বাড়িতে ঢুকে ১৫ লক্ষ টাকার গয়না চুরি! সেই সময় আবার বাড়ির লোকজনও ছিলেন! তবে, পরিবারের সদস্যরা যখন অন্য রুমে বসে গল্প করছিলেন, সেই সুযোগকেই ব্যবহার করেছিল চোর। অবশেষে ওই ঘটনার কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। এলাকার ১০০টি সিসি ক্যামেরার ফুটেজই চিহ্নিত করে দিয়েছে ২৬ বছরের অভিযুক্ত তরুণীকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কাজল গুজরাতি। সেই ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তি করেই পুলিশ তরুণীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১৫ লক্ষ টাকার গয়না। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবারও।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর বাগুইআটি থানার তেঘরিয়া পেয়ারাবাগান এলাকায় ওই চুরির ঘটনাটি ঘটেছিল। যে বাড়িতে চুরি হয়েছিল সেটি তিনতলা। একতলা এবং দোতলায় ভাড়াটিয়ারা থাকেন। তিনতলার উপরে থাকেন বাড়ির মালিক। তিনতলায় রয়েছে দু’টি বেডরুম। ওইদিন বিকেলে একটি বেডরুমে বসে পরিবারের সদস্যরা গল্প করছিলেন। অপর বেডরুমটি খোলা ছিল। বিকেল ৪টে ১৫ মিনিট থেকে সাড়ে ৪টের মধ্যে ওই বেডরুমে চুরি হয়। পরিবারের সদস্যরা ওই রুমে গিয়ে দেখেন, আলমারি খোলা, বাড়ির জিনিসপত্র তছনছ করা! গত ১১ সেপ্টেম্বর এ ব্যাপারে বাগুইআটি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। 

    এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই বাড়ি এবং আশপাশ এলাকার ১০০টি সিসি ক্যামেরা থেকে অসংখ্য ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে একজন সন্দেহভাজন তরুণীকে চিহ্নিত করা হয়। পরপর সিসি ক্যামেরা এবং ফুটেজে তার গতিবিধি লক্ষ করে পুলিশ। তাতে চুরি করতে আসা এবং চুরির পর পালানোর ছবি দেখা যায়। টোটো, অটোয় তাকে চাপতেও দেখা গিয়েছে। নম্বর প্লেট দেখে অটো চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওই তরুণীকে কোথা থেকে তুলে কোথায় নামানো হয়েছে। তারপর তাকে চিহ্নিত করা হয়। তার বাড়ি ইকোপার্ক থানা এলাকার হাতিয়াড়া এলাকায়। বাগুইআটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। তাকে জেরা করেই তার হেপাজত থেকে চুরির ১৫ লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, সে এভাবে আরও কত বাড়িতে ঢুকে চুরি করেছে, তারও তদন্ত চলছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)