• সার্ভে পার্কে চিকিৎসকের কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার আরও ১
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সার্ভে পার্কের বাসিন্দা এক চিকিৎসকের কাছ থেকে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজার। ধৃতের নাম রাজেশ গোয়েঙ্কা (৫৭)। ধৃত রাজেশ পেশায় ক্রিপ্টোকারেন্সি কারবারি। মঙ্গলবার রাতে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা রাজারহাটের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করেন। এই নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করল লালবাজার। 

    ধৃত রাজেশকে বুধবার দুপুরে আলিপুর আদালতে হাজির করা হলে, গ্রেফতারের ক্ষেত্রে একাধিক প্রদ্ধতিগত ত্রুটির থাকার কারণে তার জামিন মঞ্জুর করেছে আদালত। আলিপুর আদালত সূত্রে খবর, ‘গ্রেপ্তারের কারণ না দেখানো, ডিভিওগ্রাফি না করার মতো একাধিক ত্রুটি উল্লেখ করে অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। ফলে বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে লালবাজারের গোয়েন্দারা।  

    কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ঘটনার সূত্রপাত গত বছর নভেম্বর মাসে। পেশায় চিকিৎসক উৎপল কুমার বিটকে সিবিআই এবং মুম্বই পুলিশের নাম করে ফোন করে দুষ্কৃতীরা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে কয়েক খেপে ১ কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে চিকিৎসক সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পরে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের হাতে।

    প্রাথমিক তদন্ত শেষে লালবাজার এই নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করেছে। খোয়া যাওয়া ১ কোটি  টাকার মধ্যে  এখনও পর্যন্ত ৩৫ লক্ষ টাকা ওই চিকিৎসককে ফিরিয়ে দিতে পেরেছে। পাশাপাশি সাড়ে ৬ লক্ষ টাকা ‘ব্লক’ করতে পেরেছে লালবাজার।
  • Link to this news (বর্তমান)