• ৩ সপ্তাহ পর উদ্ধার ছাত্রীর পচাগলা মৃতদেহ
    দৈনিক স্টেটসম্যান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ দিন নিখোঁজ থাকার পরে উদ্ধার বস্তাবন্দি ছাত্রীর মৃতদেহ। বুধবার সকালে রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের এক জঙ্গল থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়েছে। টানা ২০ দিন বস্তাতে থাকার কারণে মৃতদেহটিতে পচন ধরেছে। মৃতদেহটি বেশ কয়েকটি টুকরো করে বস্তায় বন্ধ করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পরিবারের তরফে অভিযোগ আদিবাসী ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছেন এক শিক্ষক। রামপুরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ছাত্রীর পচাগলা দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ছাত্রীকে ধর্ষণ ও খুন অভিযোগে স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজকুমার পালকে পুলিশ গ্রেপ্তার করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি রামপুরহাট ১নং ব্লকের বোনহাট গ্রাম পঞ্চায়েতের বারোমেসিয়া গ্রামে। রামপুরহাট শ্যামপাহারি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের সপ্তম শ্রেণিতে পড়ত মৃত ওই ছাত্রী। অভিযোগ, গত ২৮ আগস্ট থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজ ছাত্রীকে খোঁজার অনেক চেষ্টা করেও ব্যর্থ হতে হয় পরিবারকে। আর কোনও খোঁজ না পাওয়ায় রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয় ছাত্রীর নামে। ছাত্রীর পরিবারের তরফে এক শিক্ষকের বিরুদ্ধে অপহরণের অভিযোগও আনা হয়েছিল। অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাবাসাবাদ করার পর সন্দেহ হয় পুলিশের। রামপুরহাট শ্যামপাহারি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজকুমার পালকে গ্রেপ্তার করে পুলিশ। আটদিন ধরে ধৃতকে আটক করে জিজ্ঞসাবাদ চালায় পুলিশ।কিন্তু জিজ্ঞাসাবাদের পরেও কোনও কথা বলেননি তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার শেষপর্যন্ত তিনি নতিস্বীকার করে খুনের কথা বলেন। তাঁর বলা কথার সূত্র ধরেই পুলিশ বুধবার রামপুরহাটের কালিডাঙ্গা গ্রামের কাছে একটি জলাজমি থেকে ছাত্রীর দেহ উদ্ধার করে।পুলিশের অনুমান, ছাত্রীকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। খুনের প্রমাণ লোপাট করতেই ছাত্রীর দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়।

    মৃত ছাত্রীর বাবার অভিযোগ ওই শিক্ষকের কাছেই টিউশন পড়তে যেত তাঁর মেয়ে। অভিযুক্ত শিক্ষকই তাকে অপহরণ করে খুন করে ফেলে দিয়েছেন। ছাত্রীর মায়ের অভিযোগ, পড়তে গিয়ে ছাত্রীকে নানাভাবে হেনস্থা করতেন অভিযুক্ত শিক্ষক। বিয়েরও প্রস্তাব দেন তাঁর মেয়েকে। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্দ হয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত শিক্ষক। ঘটনায় শিক্ষকের ফাঁসির দাবি করেছেন তাঁর মা। ছাত্রীর দেহ উদ্ধারের পর শোকাহত ছাত্রীর পরিবার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)