• Live: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নিখোঁজের সংখ্যা বেড়ে ১০
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। চামোলি জেলায় হড়পা বানে ধুয়ে গেল একটি গ্রাম। নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০।

    দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে এল পদ্মার ইলিশ। প্রথম দিনে হাওড়ার বাজারে এসেছে ২৪০ মেট্রিকটন ইলিশ। সাড়ে ৭০০ থেকে এক কিলো ওজনের মাছ পাওয়া যাচ্ছে বাজারে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই ইলিশ আমদানি হবে বাংলাদেশ থেকে। ১৫০০ থেকে ১৮০০ টাকা কিলো দরে বিক্রি হবে এই মাছ।

    অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে গুলির ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই ব্যক্তিকে বুধবার পাকড়াও করতে যায় পুলিশ। সেই সময়ে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর সঙ্গে গুলির লড়াইয়ে তারা জড়িয়ে পড়ে। তাতেই মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম  কুলু এবং অরুণ। এই দুই জনই  গ্যাংস্টার গোল্ডি ব্রার দলের সদস্য বলে জানা গিয়েছে। 

    দেরাদুনের বিপর্যয় কাটতে না কাটতেই ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডের চামোলিতে। বুধবার বেশি রাতে নন্দানগর ঘাট এলাকায় প্রবল বৃষ্টিতে অন্তত দশটি বাড়ির ক্ষতি হয়েছে। জল-কাদায় ঢেকেছে অনেক এলাকা। বহু মানুষ আটকে পড়েছেন। এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ। দু'জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। গত মঙ্গলবারই দেরাদুনের সহস্রধারায় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে মারা যান অন্তত ২১ জন। এখনও ১৭ জন নিখোঁজ।

    বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হতে পারে বৃষ্টিপাত। শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া, বাঁকুড়াতে বৃষ্টিপাত হতে পারে। 

  • Link to this news (এই সময়)