নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফের শহরের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশে আংশিক ভাবে মেঘের দেখা মিলতে পারে। এর সঙ্গে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এর ফলে ভ্যাপসা গরম কিছুটা কমলেও, আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি অব্যাহত থাকবে।আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রিতে।
গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি।গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র ০.১ মিলিমিটার। তবে আর্দ্রতার মাত্রা ছিল যথেষ্ট বেশি। সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ রেকর্ড হয়েছে।