• ঘুরতে গিয়ে যাদবপুরের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, সাসপেন্ড এসএফআই নেতা
    হিন্দুস্তান টাইমস | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ফের যৌন হেনস্তার অভিযোগ আরও এক এসএফআই নেতার বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের এক ছাত্রনেতার বিরুদ্ধে সহপাঠী এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সেই অভিযোগ ওঠার পরে সংগঠন তাঁকে আপাতত সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিল। অভিযোগ, শান্তিনিকেতন ভ্রমণে গিয়ে ওই ঘটনার সূত্রপাত হয়।


    বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ওই নেতা ও অভিযোগকারী ছাত্রী দু’জনেই সম্প্রতি একটি শিক্ষামূলক সফরে অংশ নেন। সেখানেই হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাটি সংগঠনের নজরে আনেন ছাত্রী। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই পদক্ষেপ করেছে এসএফআই। বুধবার সংগঠনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের সহ সম্পাদক পদে থাকা নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সংগঠনের প্রাথমিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত তাঁকে সমস্ত স্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

    বিবৃতিতে যাদবপুর আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল পারভেজ ও সম্পাদক সৌগত তরফদারের নাম রয়েছে। সংগঠনের এক নেত্রীর কথায়, তথ্যপ্রমাণ হাতে এসেছে। তাই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনে এরকম আচরণের কোনও জায়গা নেই।উল্লেখযোগ্যভাবে, এর আগে দমদম এলাকার এক এসএফআই নেতার বিরুদ্ধেও যৌন হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগ উঠেছিল। সেসময় অভিযোগকারী ছাত্রী রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। সেই বিতর্কের আঁচ কাটতে না কাটতেই ফের যাদবপুরে নতুন অভিযোগ সামনে এল। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আলোচনায় ছিল এক ছাত্রী মৃত্যুর ঘটনায়। ওই ছাত্রীও ছিলেন ইংরেজি বিভাগের। ক্যাম্পাসে পরপর একাধিক বিতর্কিত ঘটনার জেরে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ছাত্র সংগঠনগুলির ভূমিকা নিয়ে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)