সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়। এবার চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ধুয়ে গেল গ্রামের একাংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পলি ও জলস্রোতে একটি গ্রামের অন্তত ছয়টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ ১০ জন। শুরু হয়েছে উদ্ধারকাজ।
চামোলি জেলার নন্দা নগরে বুধবার গভীর রাতে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। রাতে হড়পা বান আসায় বিপর্যয় বেশি হয়েছে বলে জানা গিয়েছে। খবর মিলতেই গভীর রাতেই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। পলির স্তূপ থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ১০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। আপাতকালীন চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম পৌঁছেছে গ্রামে। পাশাপাশি তিনটি অ্যাম্বুল্যান্সে পৌঁছে গিয়েছে নন্দা নগরে।
চার দিন আগেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ড। দেরাদুন-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়। কোথাও কোথাও নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পেয়ে হয়েছে হড়পা বান। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই বিপর্যয়ের জেরে উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ১৩ জন। নিখোঁজ হয়েছেন ১৬ জন। দেরাদুনে নদীর স্রোতে ভেসে যায় একটি ট্র্যাক্টর। তাতে সওয়ার ১০ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।