• অনামিকা কি খুন হয়েছেন? ঝিলপাড়ের বাথরুমেই লুকিয়ে রহস্য! জট খুলতে পুলিশের হাতিয়ার CCTV
    প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: নিছক দুর্ঘটনা নাকি খুন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে? এটাই কখন লাখ টাকার প্রশ্ন। যার উত্তর খুঁজতে মরিয়া পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যাবতীয় রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে ঝিলপাড়ের বাথরুমেই। তাই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই রহস্যের জট খোলার চেষ্টায় তদন্তকারীরা।

    গত বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন অনামিকা মণ্ডল। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচেননি। এই মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের ভিড়। মৃতার বাবা-মায়ের দাবি, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। পুলিশ সূত্রে খবর, ঝিলপাড় ও বাথরুম চত্বরে থাকা সিসিটিভিটি এমন জায়গায় রয়েছে, সোজা পথ বা পাঁচিল টপক, যে কোনওভাবে যদি বাথরুমে ঢোকে কেউ তা ধরা পড়বে ক্যামেরায়। এবার তদন্তকারীরা দেখতে চাইছেন, এমন কেউ সেদিন বাথরুমে ঢুকে ছিল কি, যিনি বেরোননি। এমন কারও হদিশ পেলে রহস্যভেদ সম্ভব বলেই মনে করা হচ্ছে।

    এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও যাদবপুরের ৬ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, তাঁরা অনামিকাকে চিনতেন না বলেই জানিয়েছেন। এদিকে ঘটনার দিন ঝিলপাড়ের সিসিটিভিতে ঘটনার দিন সন্ধ্যায় প্রায় ৪০ জনকে দেখা গিয়েছে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে পুজোর আগেই। পাশাপাশি, মৃতার পার্স ও চশমার খোঁজে ফের ডুবুরি নামানো হতে পারে ঝিলে।
  • Link to this news (প্রতিদিন)