সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সফটওয়্যার বিভ্রাট! ২৪ ঘণ্টার ব্যবধানে ফের গ্রিন লাইনে ব্যহত মেট্রো পরিষেবা। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলছে না মেট্রো। সাতসকালে ফের চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা। তবে আংশিকভাবে চলছে মেট্রো।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে গ্রিন লাইনেও যাত্রীর সংখ্যা ছিল নজরে পড়ার মতো। ঘড়ির কাঁটায় সওয়া দশটা নাগাদ সমস্যার সূত্রপাত। শোনা যাচ্ছে, সফটওয়্যারে সমস্যা দেখা দেওয়ায় গ্রিন লাইনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মাঝে বন্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে। মাঝের যে অংশে সমস্যা, তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। যদি এই সমস্যার কারণ খোলসা করেনি মেট্রো কর্তৃপক্ষ।
গত ২২ আগস্ট বঙ্গ সফরে এসে এই গ্রিন লাইনের পরিষেবার উদ্বোধন করেছেন। পরিষেবা শুরুর এক মাস পূরণ হওয়ার আগেই গতকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজোর সকালে গ্রিন লাইনে সমস্যা দেখা দেয়। প্রায় তিন ঘণ্টা পর পুরোপুরি স্বাভাবিক হয় পরিষেবা। তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে বেজায় বিরক্ত যাত্রীরা।