কলকাতার বাজারে এসে গেল বাংলাদেশের ইলিশ! বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৫০ টন মাছ, কেজি প্রতি দাম কত
আনন্দবাজার | ১৮ সেপ্টেম্বর ২০২৫
পুজোর আগে কলকাতার বাজারে এসে পৌঁছোল বাংলাদেশের ইলিশ মাছ। বুধবার রাতে বনগাঁ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে মাছভর্তি ট্রাক। প্রথম দফায় ৫০ মেট্রিক টন ইলিশ এসেছে। পরে আরও ৫০ মেট্রিক টন মাছ আসে। বৃহস্পতিবার সকালে কলকাতা এবং হাওড়ার মাছ ব্যবসায়ীরা নিলামে অংশ নেন। নিলামে ইলিশ কেনেন তাঁরা। খুচরো বাজারে ইলিশের কেজি প্রতি দাম পড়বে ১৬০০ থেকে ১৭০০ টাকা। তবে চাহিদা বাড়লে সেই অনুযায়ী দামও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
বহু প্রতীক্ষার শেষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছিল, শারদোৎসবের আগেই ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। মঙ্গলবার বাংলাদেশ সরকারের তরফে বিবৃতি জারি হওয়ার পরেই কলকাতার বাজারগুলিতে ক্রেতারা পদ্মার ইলিশ কবে আসছে, তার খোঁজ নিতে শুরু করেন। বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি গাড়ি কলকাতায় এসে পৌঁছেছে। ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা।
২০১৫ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশের জাতীয় রফতানি নীতি (২০১৫-১৮) অনুসারে, শর্তসাপেক্ষে রফতানি পণ্যের তালিকায় রয়েছে ইলিশ। তবে বিদেশে ইলিশ রফতানির প্রথম অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকে ২০২১ সাল পর্যন্ত পুজোর সময়ে ভারতে ইলিশ পাঠানো হত। শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করলেও দুর্গাপুজোর সময়ে ভারতে ইলিশ রফতানি হয়ে আসছে গত বেশ কয়েক বছর ধরে। গত বছরের পুজোর মরসুমে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রথমে প্রায় ৩,০০০ টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে তা কমিয়ে ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ বার তা আরও কমিয়ে ১,২০০ টন রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকা) রফতানি করা যাবে বলে জানানো হয়।