• পুজোর ক’দিনে মেট্রোয় ট্যুরিস্ট স্মার্ট কার্ড, ভ্যালিড পাঁচ দিন
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: হঠাৎ পরিকল্পনা করে পুজোয় বেরিয়ে যত বার ইচ্ছা মেট্রোয় চাপা যাবে। এর জন্যে কলকাতা মেট্রো চালু করল ট্যুরিস্ট স্মার্ট কার্ড। তিন দিন চালু থাকবে এমন কার্ডের মূল্য ২৫০ টাকা এবং পাঁচ দিন ভ্যালিড থাকবে, এমন কার্ড মিলবে ৫৫০ টাকায়।

    এই ধরনের কার্ড কিনলে পুজোর তিন বা পাঁচ দিন যত বার ইচ্ছা মেট্রোয় চাপা যাবে। নির্দিষ্ট সময় শেষের আগে কোনও ভাবেই কার্ডের রিচার্জ ভ্যালু শেষ হবে না — এমনটাই জানাচ্ছেন কলকাতা মেট্রোর কর্তারা।

    পুজোর সময়ে মেট্রো চাপার জন্যে স্টেশনে এসে বুকিং কাউন্টারে লম্বা লাইনে না দাঁড়িয়ে সরাসরি স্মার্ট গেটে কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে নেমে যাওয়ার মতো সময় বাঁচানোর কাজ আর কিছুই নেই। ২০২৪–এর ৯ অক্টোবর (গত বছর ষষ্ঠীর দিন) কলকাতা মেট্রোর ব্লু–লাইনে ৯ লক্ষ ৬০ হাজার যাত্রী চেপেছিলেন।

    মেট্রোর কর্তারা মনে করছেন, এ বছর সেই রেকর্ড ভেঙে যাবে। ভিড় সামাল দিতে তাই নানা পরিকল্পনা করছেন তাঁরা। পুজোয় স্পেশাল স্মার্ট কার্ড তারই অন্যতম।

    কয়েক বছর আগেও পুজোর সময়ে ‘বিশেষ কথোপকথন’–এর জন্যে বিভিন্ন মোবাইল সার্ভিস প্রোভাইডাররা নানা স্কিম চালু করত। মেট্রোর এই স্মার্ট কার্ড যেন তারই অন্য রূপ। কলকাতা মেট্রো জানাচ্ছে, যে কোনও স্টেশনের বুকিং কাউন্টার থেকেই এই কার্ড পাওয়া যাবে।

  • Link to this news (এই সময়)