• টানাপড়েন শেষে তালা ভেঙে তল্লাশি
    আনন্দবাজার | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ভুয়ো পুলিশ দফতর খুলে প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বেলেঘাটার ফ্ল্যাটে তালা ভেঙে তল্লাশি করল উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই তল্লাশি অভি‌যান নিয়ে বুধবার দিনভর বিস্তর টানাপড়েন চলেছে। লালবাজার, শিয়ালদহ কোর্ট এবং বেলেঘাটা থানা ঘোরার পরে শেষমেশ নয়ডা কোর্টের নির্দেশ এনে রাতে ওই ফ্ল্যাটে ঢুকতে পারেন উত্তরপ্রদেশ পুলিশের অফিসারেরা। গভীর রাত পর্যন্ত তল্লাশি চলেছে বলে খবর। প্রসঙ্গত, বিভাস, তাঁর ছেলে এবং সাঙ্গোপাঙ্গোরা নয়ডায় আন্তর্জাতিক পুলিশ সংগঠনের শাখা পরিচয় দিয়ে একটি অফিস খুলে প্রতারণা চক্র ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ। সেখানেই পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা। পরে জানা যায়, বেলেঘাটার থানার নাকের ডগায় একটি বহুতলে একই কায়দায় অফিসখোলা হয়েছিল। তবে কলকাতা পুলিশ তা টের পায়নি।

    পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল বেলেঘাটার ফ্ল্যাটে তল্লাশির উদ্দেশ্যে কলকাতায় এসেছিল। বুধবার সকালে লালবাজার ও বেলেঘাটা থানার অফিসারদের সঙ্গে বৈঠক করে উত্তরপ্রদেশ পুলিশের দল। তাঁদের হাতে সার্চ ওয়ারেন্ট থাকলেও বেলেঘাটা থানা ওই ফ্ল্যাটের চাবি খুঁজে পায়নি। প্রসঙ্গত, ভুয়ো পুলিশের বিভাগ খোলার কথা জানার পরে বেলেঘাটা থানাই ফ্ল্যাটটি ‘সিল’ করেছিল বলে খবর। পুলিশ সূত্রের খবর, তালা ভেঙে তল্লাশি করার জন্য উত্তরপ্রদেশ পুলিশকে শিয়ালদহ কোর্টের দ্বারস্থ হতে বলে লালবাজার।

    উত্তরপ্রদেশ পুলিশের দল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে আর্জি জানাতে বিচারক বলেন, ‘‘তালা ভাঙার অনুমতি দেওয়ার এক্তিয়ার আমার নেই। পুলিশের কাছে ‘সার্চ ওয়ারেন্ট’ থাকলে তল্লাশি করতেই পারে।’’ বিচারক উত্তরপ্রদেশ পুলিশের তদন্তকারী অফিসারকে বলেন, ‘‘যদি কোনও আসামি ওই ফ্ল্যাটের ভিতরে থাকে, তা হলে তাঁকে ধরতে গিয়ে আপনি কি কোনও আদালতের অনুমতি নেবেন? যদি বেলেঘাটা থানা তালা ভাঙতে দিতে না-চায় তা হলে আপনাদের সংশ্লিষ্ট কোর্ট (নয়ডা) থেকে অনুমতি নিয়ে আসতে হবে।’’ এরপরে বেলেঘাটায় থানায় যায় উত্তরপ্রদেশ পুলিশের দলটি। পুলিশ সূত্রের খবর, তারা নিজেদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। সেই মতো নয়ডা কোর্টে আর্জি জানিয়ে তল্লাশির অনুমতিপত্র এনে সন্ধ্যা সাড়ে সাতটার পরে বেলেঘাটার ওই ফ্ল্যাটে ঢোকে উত্তরপ্রদেশ পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)