• আবাসে বিতর্ক ঠেকাতে তৎপর রাজ্য
    আনন্দবাজার | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। যোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে অযোগ্যরা সরকারি বরাদ্দ পেয়ে যাওয়ায় তীব্র বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্যকে। আগামী বিধানসভা ভোট মাথায় রেখে ফের আবাসের টাকা (রাজ্যের নাম—বাংলার বাড়ি, গ্রামীণ) দেওয়ার কাজ শুরু করতে চলেছে নবান্ন। তাৎপর্যপূর্ণ ভাবে, এ বার বিতর্ক ঠেকাতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তাতে ছ’দফায় পুলিশ এবং প্রশাসন যেমন যাচাই করবে, তেমনই তাতে প্রযুক্তির ব্যবহার রাখা হবে বলেও খবর।

    আবাসের আওতায় মোট ২৮ লক্ষের মধ্যে যাচাই এবং অনুমোদন হয়ে থাকা ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগের ঘোষণা অনুযায়ী, আরও ১৬ লক্ষ উপভোক্তাকে সেই বরাদ্দ দেওয়ার কথা ছিল। সেই কাজেই এমন তৎপরতা। প্রশাসনের খবর, প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ব্লক, মহকুমা এবং জেলাস্তরের আধিকারিকদের মাধ্যমে যাচাই করা হবে। তার দু’টি ছবি-সহ ভিডিয়ো রেকর্ড রাখার সিদ্ধান্ত হয়েছে। সাধারণের আপত্তি শুনতে এবং মতামত নিতে বিডিও, এসডিও, জেলাশাসক এবং অন্যান্য সরকারি অফিসে উপভোক্তা-তালিকা প্রকাশ করা হবে।

    নবান্নের নির্দেশ, আধার কার্ড, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বাধ্যতামূলক ভাবে যাচাই করা হবে। প্রত্যেক উপভোক্তার ‘ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর’ (ইউডিআইএল) আধার-নির্ভর হতে হবে। এককালীন পাসওয়ার্ড (ওটিপি) এবং বায়োমেট্রিক যাচাই করে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে। এই কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তার পরে ২৫ বর্গমিটার বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উপভোক্তাদের দু’ ধাপে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা।
  • Link to this news (আনন্দবাজার)