দেশ জুড়ে বেহাল কর্মসংস্থানের অভিযাগ সামনে রেখে কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘জাতীয় বেকারত্ব দিবস’ পালন করছে যুব কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে কলকাতায় চা-পকোড়া বিক্রি করে, জুতো পালিশ করে প্রতিবাদে শামিল হলেন যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। শিয়ালদহ স্টেশন চত্বরে বুধবার শিক্ষাগত ডিগ্রির প্রতিলিপি ডাস্টবিনে ফেলে চা-পকোড়া বেচে, জুতো পালিশ করে ‘বিকল্প রোজগারে’র পথ দেখাতে বসেছিলেন তাঁরা। সেখানেই পথ-চলতি মানুষের কাছ ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে সই সংগ্রহ করা হয়েছে।
প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির দুই সদস্য সৌরভ প্রসাদ ও শাহিনা জাভেদের উদ্যোগে ওই কর্মসূচিতে ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এহসান আহমেদ খান। সৌরভের বক্তব্য, ‘‘১৭ই সেপ্টেম্বর এক দিকে শিল্পকর্ম ও মেহনতি মানুষের দেবতা বিশ্বকর্মার পুজো। অপর দিকে ভারতের বিশ্ব-অকর্মা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন! এই দিনে জাতীয় বেকারত্ব দিবস পালন করে যুব সমাজের বেকারত্বের জ্বালা আমরা তুলে ধরার চেষ্টা করছি এই কর্মসূচির মাধ্যমে।’’ মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেসের আয়োজনে মৌলালিতে একই ধরনের কর্মসূচিতে শামিল হয়েছিলেন প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির অন্য দুই সদস্য অর্ঘ্য গণ ও কাশিফ রেজ়া।