• পরিযায়ীদের তথ্য সংগ্রহের নির্দেশ নির্বাচন কমিশনের
    আনন্দবাজার | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • এ রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার আগে জেলায় জেলায় থাকা পরিযায়ী শ্রমিকদের সবিস্তার তথ্য জোগাড় করে রাখার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয় এই বার্তা জানিয়ে দিয়েছে জেলাশাসকদের।

    কমিশনের বক্তব্য, রাজ্যের অন্তত ১০টি জেলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি, যাঁরা অন্য রাজ্যে বসবাস করছেন কর্মসূত্রে। এ রাজ্যে এসআইআর শুরু হলে তাঁরা যে এখানেই থাকবেন, তারও কোনও নিশ্চয়তা নেই। ফলে পরিযায়ী শ্রমিকদের তথ্য হাতে থাকলে এসআইআর শুরুর পরে প্রত্যেক শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারবে কমিশন। এসআইআর-এ যে আবেদনপত্র (এনুমারেশন ফর্ম) ভর্তি করতে হবে, সে ব্যাপারে তাঁদের জানানো যাবে সহজে। এ ভাবে সেই প্রক্রিয়ায় প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। কমিশন সূত্র জানাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, পরিযায়ী শ্রমিকেরা যে রাজ্যে কাজের সূত্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেখানেও তাঁদের ভোটার তালিকায় নাম উঠে যায়। কিন্তু এ বারের প্রক্রিয়ায় এমন দু’জায়গায় নাম রাখা চলবে না। ফলে কোন রাজ্য তথা বিধানসভা কেন্দ্রের ভোটার থাকতে চাইছেন, এই সূত্রে তা বেছে নেওয়ার সুযোগ থাকবে সংশ্লিষ্টদের কাছে।

    আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলা ভাষা এবং বাঙালি তথা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল তৃণমূল। এসআইআর-এ তাঁদের নাম কেটে দেওয়া হবে কি না, তা নিয়েও সন্দেহপ্রকাশ করছে তারা। বিশ্লেষকদের একাংশের মতে, সেই দিক থেকে কমিশনের এখনকার বার্তা খুবই ইঙ্গিতবহ।
  • Link to this news (আনন্দবাজার)