বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজবে। সে কথা মাথায় রেখেই রাজ্য পুলিশ নিজেদের প্রস্তুতি শুরু করেছে বলে খবর। প্রশাসন সূত্রের দাবি, বিভিন্ন জেলা এবং পুলিশ কমিশনারেটের (কলকাতা পুলিশ বাদে)ইন্সপেক্টররা কোথায়, কতদিন ধরে কর্মরত আছেন, তা জানতে চেয়েছে নবান্ন। আজ, বৃহস্পতিবারের মধ্যে সেই তথ্য রাজ্য পুলিশের শীর্ষ মহলে পাঠাতে বলা হয়েছে। তবে রাজ্য পুলিশ এ নিয়ে সরাসরি কিছু বলতে নারাজ। এক পুলিশকর্তার বক্তব্য, ‘‘এগুলি বাহিনীরঅভ্যন্তরীণ বিষয়। মাঝেমধ্যেই হয়ে থাকে। এর থেকে বেশি কিছু এখনই বলা যাবে না।’’
সূত্রের খবর, রাজ্য পুলিশের ইন্সপেক্টররা গত চার বছরের মধ্যে তিন বছর একই জেলায় কর্মরত ছিলেন কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে। আগামী বছরের ৩০ জুন কাদের একই পদে তিন বছর পূর্তি হচ্ছে তাও জানতে চেয়েছে নবান্ন। ওই পুলিশ অফিসারদের কোন জেলায় বাড়ি, তাও রিপোর্টে জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি ইন্সপেক্টর পদের অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি, দুর্নীতিরঅভিযোগ আছে কি না এবং আদালতে কোনও মামলা বকেয়া আছে কি না, তা-ও জানতে চেয়েছে নবান্ন। পুলিশ সূত্রের দাবি, এর পরের ধাপে সাব-ইন্সপেক্টরদের সম্পর্কেও তথ্য জানতে চাওয়া হবে। তার পরে বাকি পুলিশকর্মীদের তথ্য সংগ্রহকরা হবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের কাজে যুক্ত পুলিশকর্মীরা কোনও ভাবেই একই জেলায় একই পদে তিন বছরের বেশি থাকতে পারবেন না। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে তিন বছর হয়ে গেলে তাঁদের বদলি করতে হবে। পুলিশের একাংশের দাবি, ওই নিয়মের কথা মাথায় রেখেই নবান্ন আগেভাগে অফিসারদের সম্পর্কে তথ্য জোগাড় করে বদলির প্রস্তুতি সারতে চাইছে। ভোট প্রক্রিয়া শুরুর আগে সেই বদলি করা হতে পারে। প্রসঙ্গত, এ ক্ষেত্রে প্রথমেইন্সপেক্টরদের বদলি হয়। পরের ধাপে সাব-ইন্সপেক্টর ও অন্যান্য পদের পুলিশকর্মীদের বদলি প্রক্রিয়া শুরু করা হয়।