রানি বিড়লা গার্লস কলেজের নিলম্বিত অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে পুনর্বহালের পক্ষেই রায় দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক শ্রাবন্তীকে নিলম্বনের (সাসপেন্ড) সিদ্ধান্তে আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। কলেজের জিবি বা পরিচালন সমিতির সভানেত্রীর অধিকারবলে শ্রাবন্তীকে প্রথম শো-কজ় ও পরে নিলম্বিত করেন শাসকদলের পুরপ্রতিনিধি কাজরী বন্দ্যোপাধ্যায়। সেই শো-কজ় থেকে শুরু করে পরিচালন সমিতির নামে সব সিদ্ধান্তেই হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।
প্রসঙ্গত, পরিচালন সমিতি পুরোপুরি গঠিত না হওয়া সত্ত্বেও সরকার প্রস্তাবিত সভানেত্রী কাজরী, অন্যতম সরকারি প্রতিনিধি তথা নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি মানস কবি প্রমুখের নামে কলেজে নিয়ম বহির্ভূত কাজকর্ম চালানোর অভিযোগে মামলা করেছিলেন শ্রাবন্তী। কলেজে জিবি-র গঠন অসম্পূর্ণ থাকার বিষয়টিকেই তাঁর রায়ে মান্যতা দেন বিচারপতি। প্রশ্ন তোলেন কাজরীকে মনোনয়নের নির্দেশ নিয়েও। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ও জিবি-র প্রস্তাবিত সদস্যদের হলফনামা দিতে হবে।
আজ, বৃহস্পতিবার কলেজে যেতে পারেন শ্রাবন্তী। তাঁর আইনজীবী অমিয় দত্ত বলেন, “সত্য প্রতিষ্ঠার এটা প্রথম ধাপ। এর ফলে কলেজে উপাধ্যক্ষ বসানোরও বৈধতা থাকল না।” তবে পরিচালন সমিতি গঠন থমকে থাকায় কলেজে এক ধরনের আর্থিক অচলাবস্থা নিয়ে উদ্বেগে সব মহলই।