বাস থেকে এক ব্যবসায়ীকে নামিয়ে বেধড়ক মারধর করে প্রায় ছ’লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর মোবাইল-সহ অন্যান্য সামগ্রীও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হেস্টিংস থানা এলাকার খিদিরপুর রোডে। রাতেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
পুলিশ সূত্রের খবর, আক্রান্ত ব্যবসায়ীর নাম শেখ হায়দার। তিনি বিদেশি মুদ্রা বিনিময়ের এজেন্ট হিসাবে কাজ করেন। হায়দার জানিয়েছেন, তিনি মঙ্গলবার ওই কাজেই জিপিও-তে গিয়েছিলেন। কাজ মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি ফেরার জন্য হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাসে ওঠেন। হায়দারের অভিযোগ, বাসেই চার দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে উত্ত্যক্ত করতে শুরু করে। পায়ের উপরে পা তুলে দেওয়া থেকে শুরু করে লাথি মারা হয় বলেও অভিযোগ। এর প্রতিবাদ করেন হায়দার। তার পরেই অভিযুক্তেরা তাঁকে মারধর করে খিদিরপুরের কাছে বাস থেকে নামায়। এর পরে আর এক প্রস্ত মারধর করে ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয়।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে হেস্টিংস থানা এলাকাতেই ভিন্ রাজ্যের এক বস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছিল। পর পর এমন ঘটনায় ওই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।