বিধাননগর পুর এলাকায় বেআইনি হোর্ডিং চিহ্নিতকরণ এবং তার ভিত্তিতে পদক্ষেপ করার জন্য পুরসভাকে ছ’সপ্তাহ সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, ছ’সপ্তাহের মধ্যে বিবেচনা করে চূড়ান্ত পদক্ষেপ করার সিদ্ধান্ত নিতে হবে বিধাননগর পুর কমিশনারকে। বিজ্ঞাপন সংস্থাদের তথ্য খতিয়ে দেখে সেই সিদ্ধান্ত নেবেন তিনি। ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, যে সব বিপজ্জনক হোর্ডিং রয়েছে, সেগুলি বেআইনি হিসাবে চিহ্নিত করে ভাঙতে পারবেন পুর কর্তৃপক্ষ। পরবর্তী শুনানি আগামী নভেম্বরে।
এ দিন বিজ্ঞাপন সংস্থাদের আইনজীবী অভিযোগ করেন, বেআইনি হোর্ডিং চিহ্নিত না করেই খুলে ফেলার পদক্ষেপ করছে পুরসভা। অনুমতি ও কর দিয়ে লাগানো সংশ্লিষ্ট সংস্থার হোর্ডিং খোলা হচ্ছে। আইনজীবীর আর্জি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত পুরসভার এই পদক্ষেপে স্থগিতাদেশ দিক আদালত। পুরসভার আইনজীবী জানান, আপাতত হোর্ডিং খোলা নিয়ে পদক্ষেপ করবে না পুরসভা। মামলাকারীদের আইনজীবী বিধাননগর পুর এলাকাকে বেআইনি হোর্ডিং-মুক্ত করার আর্জি জানান।
আগে মামলাকারীরা অভিযোগ করেছিলেন, বিধাননগর পুর এলাকা বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে যাচ্ছে। আদালতের আগের নির্দেশ না মেনে নতুন করে হোর্ডিংয়ের বরাত দেওয়া হচ্ছে এবং বেআইনি হোর্ডিং সংস্থাগুলি সেই বরাত পাওয়ার চেষ্টা চালাচ্ছে।