• পুজো এগিয়ে আসতেই একধাক্কায় নম্বর কমল সব ধারাবাহিকের! শিকে ছিঁড়ল ‘আমাদের দাদামণি’র?
    আনন্দবাজার | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ঢাকে কাঠি পড়তে বাকি এখনও কিছু দিন। এর মধ্যেই ধরাশায়ী অবস্থা টিআরপির। একধাক্কায় নম্বর কমল প্রায় সব ধারাবাহিকের। পুজোর কেনাকাটায় ব্যস্ত প্রায় সবাই। সন্ধ্যাবেলা তাই কি আর সে ভাবে ধারাবাহিক দেখছে না দর্শক? নম্বর কমলেও এই সপ্তাহে প্রথম পাঁচে শিকে ছিঁড়েছে প্রতীক সেনের ধারাবাহিকের। আর কী কী রদবদল হল?

    আগের সপ্তাহে একটুর জন্য পিছিয়ে পড়েছিল তটিনী আর পরশুরামের কাহিনি। মনখারাপ হয়েছিল অনুরাগীদের। বরং বহু দিন পরে প্রথমে উঠে এসেছিল ‘পরিণীতা’। এই সপ্তাহে আবার হারানো জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তারা পেয়েছে ৬.৫। প্রথম স্থানের এই টিআরপি নম্বরে অনেকেই অবাক হয়েছে। প্রশ্ন উঠছে তা হলে কি পুজোর মরসুমে এমন ফলাফলাই দেখা যাবে?

    গত সাত দিনে ‘পরিণীতা’র নম্বর এত কমে যাবে তা ভাবেনি দর্শকের একাংশ। আগের সপ্তাহে যে রায়ান এবং পারুলের গল্পের নম্বর ছিল ৬.৯, সেখানে এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৩। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এই সপ্তাহে ফের প্রতিযোগিতায় ফিরেছে ‘জগদ্ধাত্রী’র গল্প। এই কাহিনিতে যেমন রয়েছে অ্যাকশন, তেমনই আবার রয়েছে মাখোমাখো প্রেম। ৬.১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।

    চলতি সপ্তাহে প্রথম পাঁচে দেখা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিকের নাম। অভিনেতা প্রতীক সেনের ধারাবাহিক নিয়ে প্রথম থেকে উত্তেজনা দর্শকমহলে। শুরুর দিকে টিআরপি তালিকায় এই ধারাবাহিক সে ভাবে জায়গা করে নিতে পারেনি। অবশেষে ভাইবোনের গল্পের শিকে ছিঁড়ল। এই সপ্তাহে পাঁচ নম্বরে রয়েছে ‘আমাদের দাদামণি’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’—দুই ধারাবাহিক। টিআরপি তালিকায় এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। পেয়েছে ৬.০। আর ৫.৮ পেয়ে প্রতিযোগিতায় পঞ্চম স্থানে রয়েছে বাকি দুই ধারাবাহিক।
  • Link to this news (আনন্দবাজার)