• এ বার মঞ্চে বিনোদিনীর সঙ্গে তারাসুন্দরীও
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় ও পরিচালনায় নাট্যরঙ্গের ‘সেই এক বিনোদিনী’ নাটক। সেখানে তারাসুন্দরীর আক্ষেপ, ‘শেষ জীবনটায় একেবারে হাহাকার। তাই না গো? পেটে ধরা মেয়ে চলে গেল।

    ছেলের মতো যাকে মানুষ করলে সে বেইমানি করে সরে পড়ল। রসরাজ অমৃতলাল টুকটুক করে আসতেন। সুখ-দুঃখের গল্প করতেন, তিনিও চলে গেলেন। পাশে আমি ছিলাম। আমিও হারিয়ে গেলাম ঈশ্বর-ঈশ্বর করে। অর্থহীন হয়ে গেল তোমার শেষ জীবন....’।

    নানা রহস্যে ঘেরা তারাসুন্দরী-বিনোদিনীর না বলা কাহিনি নিয়েই নাট্যরঙ্গ নাট্যদলের নতুন নাটক ‘সেই এক বিনোদিনী’। লিখেছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ‘রহস্য রয়েছে আপাদমস্তক। নাটকের ধাপে-ধাপে জানা যাবে, কী ভাবে তারাসুন্দরী উন্মোচিত করবে বিনোদিনীর না বলা কাহিনি।’

    উল্লেখ্য, স্টার থিয়েটারের ১২৫ বছর উপলক্ষে ২০০৯ সালে সুরজিতের লেখা ‘বিনোদিনী কথা’ মঞ্চস্থ হয়েছিল স্বপন সেনগুপ্তের নির্দেশনায়। সেই সময়ে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। শ্যামল সেন স্মৃতি সম্মানও পেয়েছিলেন। উচ্ছ্বসিত হয়ে কবি শঙ্খ ঘোষ দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন ‘আরোপ ও উদ্ভাবন’ পুস্তিকায়।

    দীর্ঘদিন পরে, মঞ্চে ফের ফিরছে নাট্যরঙ্গের বিনোদিনী। সঙ্গে তারাসুন্দরীও। কিন্তু কেন? সুরজিতের বক্তব্য, বিনোদিনীর শেষ জীবন ছাড়াও তাঁর সঙ্গে অন্য অভিনেত্রী, যাঁরা এক সময়ে বাংলা মঞ্চ কাঁপিয়েছেন অথচ পেয়েছেন শুধুই অবজ্ঞা, তেমনই একজন হলেন তারাসুন্দরী। এই কাজে এগিয়ে যেতে সুরজিতকে উৎসাহ ও জোরালো সমর্থন জুগিয়েছিলেন ব্রাত্য বসু। তথ্য দিয়ে সাহায্য করেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও শমীক বন্দ্যোপাধ্যায়।

    এই নাটকের মূল বিষয়, একটি মহলায় এসে হাজির হয়েছেন বিনোদিনী ও তারাসুন্দরী। এখানে নাটকের মূল চরিত্রে রয়েছেন একজন অসফল নাট্যকার ও পরিচালক। যিনি একটি কাল্পনিক নাটক লিখেছেন, যেখানে বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নামকরণ হওয়ার পরে তাঁর আত্মার কি রকম প্রতিক্রিয়া হয়েছিল তা উপলব্ধি করা। বিনোদিনীর চরিত্র বদলে গিয়ে হয়ে যায় তারাসুন্দরী।

    পরপর এসে পড়ে আরও কিছু চরিত্র যাঁরা এক সময়ে মঞ্চ কাঁপালেও সাফল্য পাননি অথচ ঘোর বঞ্চনাময় জীবন কাটিয়েছেন। এই নাটকে বিনোদিনীর শেষ জীবনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। তারাসুন্দরীর জীবনের প্রথম পর্বের চরিত্রের অভিনয়ে নজর কাড়ছেন দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়। নারীকেন্দ্রিক এই নাটকের নির্দেশকও হলেন অনিন্দিতা। নাটকের মঞ্চসজ্জাতে বিলু দত্ত। প্রধান উপদেষ্টা স্বপন সেনগুপ্ত।
  • Link to this news (এই সময়)