• শবরীমালা মন্দিরের বিগ্রহ থেকে সোনা চুরি? তদন্তের নির্দেশ কেরালা হাইকোর্টের
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সোনা চুরির অভিযোগ? শবরীমালা মন্দিরের বিগ্রহগুলির সোনায় মোড়ানো তামার প্লেটের ওজন নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিল কেরালা হাইকোর্ট। টিডিবির (ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড) চিফ ভিজিল্যান্স ও সিকিউরিটি অফিসারকে তদন্ত করে তিন সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

    ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। শবরীমালা মন্দিরের মূর্তিগুলির উপর সোনার প্রলেপযুক্ত তামার প্লেট মেরামত এবং নতুন করে সোনার প্রলেপ দেওয়ার জন্য সেগুলি সরিয়ে ফেলা হয়। এর প্রায় একমাস পর প্লেটগুলিকে চেন্নাইয়ের ‘স্মার্ট ক্রিয়েশন’-এ (গোল্ড প্ল্যাটিংয়ের জন্য খ্যাত সংস্থা) নিয়ে যাওয়া হয়। কোম্পানিকে প্লেটগুলি দেওয়ার সময়ে ওজন ছিল মোট ৪২.৮ কেজি। সেটা পরে কমে হয় ৩৮.২৫ কেজি। এতটা ওজন কমল কী করে, তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।

    কেরালা হাইকোর্টের বিচারপতি রাজা বিজয়রাঘবন ভি এবং কেভি জয়কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সোনার প্লেটগুলিতে কমপক্ষে ৪.৫৪ কেজি ঘাটতি রয়েছে। এটা কেন হলো? সে বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে।

    ১৯৯৯ সালে সরকারি অনুমোদনের ভিত্তিতে মূর্তিগুলি স্থাপন করা হয়েছিল। মূর্তিগুলিতে মোট ৪০ বছরের ওয়ারেন্টি ছিল। এর পরেও মাত্র ছয় বছরের মধ্যে মূর্তিগুলির প্রলেপে ত্রুটি দেখা দেয়। যার ফলে মেরামতের কাজ শুরু হয়। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন শবরীমালা মন্দির মহিলাদের প্রবেশ সংক্রান্ত বিষয়ে কয়েক বছর ধরেই সংবাদের শিরোনামে রয়েছে। ২০১৮ সালে প্রাচীন নিষেধাজ্ঞা তুলে মন্দিরে সব বয়সি মহিলাদের প্রবেশাধিকারের স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।

  • Link to this news (এই সময়)